Saturday, November 15, 2025

আইজির কলমে আইটেম সং! উর্দিধারী অফিসারের লেখা গানে সুনিধির কণ্ঠ

Date:

Share post:

সমাজ রক্ষকের ভূমিকায় কর্তব্যে অবিচল তিনি। চাকরি জীবনে কখনও সামলেছেন অশান্ত জঙ্গলমহল আবার কখনও কলকাতার কঠিন ক্রাইম পরিস্থিতি। কিন্তু পুলিশের পোশাকের আড়ালে বজ্জায় মজ্জায় মিশে আছে সংগীতের প্রতি অনুরাগ। বছর তিরিশ ধরে গান লেখার অভ্যাসে পটু আইজি (IG ) পদমর্যাদার পুলিশ কর্তা মুরলিধর শর্মা (Murlidhar Sharma) এবার লিখে ফেলেছেন বাংলা সিনেমার আইটেম গান (Item song of bengali movie)। ‘ডিজে পে মস্ত কোয়ি গানা বাজা…যব তক ইয়ে শ্বাস চলে শোর মাচা’ এখন সোশ্যাল মিডিয়ায় নয়া ট্রেন্ডিং। গানের গলা সুনিধি চৌহানের (Sunidhi Chauhan)।

পুলিশ মানেই স্বভাবে অত্যন্ত কড়া, সারাদিন চোর -ডাকাত – ক্রিমিনাল ধরার বাইরে তাঁদের যে নিজস্ব কিছু ভালো লাগা সুপ্ত হয়ে থেকে যায় সে কথা কেউ জানতে পারে না। ২০০৫ ব‍্যাচের আইপিএস অফিসার মুরলিধর শর্মা বর্তমানে আইজি পদমর্যাদার অফিসার। পেশাগত জীবনে দীর্ঘ সময় কখনও কলকাতা পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার, আবার কখনও জয়েন্ট সিপি ক্রাইম বা কখনও অতিরিক্ত পুলিশ কমিশনার পদে থেকেছেন।দায়িত্ব সামলেছেন বীরভূমের পুলিশ সুপারের পদেও। এরকম এক ব্যক্তিত্বের কলমে বাংলা ছবির আইটেম সং জন্ম নিয়েছে ভাবতে গেলেও দুবার থমকে যেতে হয়। IG জানিয়েছেন, প্রায় ৩০ বছর আগে থেকেই লেখা শুরু। গজল বরাবরের প্রিয়। কিন্তু হঠাৎ বাংলা সিনেমার আইটেম সং লিখতে গেলেন কেন? মুরলিধরের উত্তর, “সঙ্গীত পরিচালক রানা মজুমদার আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমাকে অনুরোধ করেন যে, তারা একটি বাংলা ছবির জন্য একটি হিন্দি গান চান। প্রথমে আমি একটু দ্বিধাবোধ করে ছিলাম। কারণ এই ব্যাপারে অভিজ্ঞতা ছিল না। কিছু লাইন লিখে পাঠালাম, তিনি ( রানা) সেটা পছন্দ করলেন। তারপর বাকি গান লেখা হল।” জানা গেছে গানে সুর দিয়েছেন নাকি গায়িকা সুনিধি স্বয়ং, কণ্ঠ অবশ্য তাঁরই। অভিরূপ ঘোষ পরিচালিত ‘মৃগয়া দ‍্য হান্ট’ ছবির সেই গান ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে রাজত্ব করছে। এ ছবির চিত্রনাট্য লিখেছেন মানিকতলা থানার বর্তমান ওসি। টিজার আর ট্রেলার দেখে বোঝাই গেছে এ ছবি পুলিশের কথা বলবে। তবে নেপথ্যে গান গল্পে সত্যিকারের পুলিশের ভূমিকা বেশ চমকে দেওয়ার মতো।

 

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...