ঘটা করে প্রচার চালানো হল, সিপিআইএমের (CPIM) সঙ্গে কংগ্রেসের (Congress) আর কোন যোগ নেই। রাজ্য সভাপতি পদে আসার পর থেকেই কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বারবার সেই দাবি করে এসেছেন। অথচ আরও একবার প্রমাণিত হল শূণ্য থেকে মহাশূণ্যে নামতে থাকা বামেদের কংগ্রেসের হাত ছাড়া উঠে দাঁড়ানোর ক্ষমতাই নেই। নদীয়ার কালীগঞ্জ (Kaliganj) বিধানসভার উপনির্বাচনে (by-election) প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। আর বামেরা সেই প্রার্থীকেই সমর্থন জানিয়েছে বলে জানানো হল।
জনসমর্থন হারানোর পরে শরিকদলগুলিরও সমর্থন হারিয়েছে সিপিআইএম। রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বুক ফুলিয়ে নদীয়ার কালীগঞ্জে (Kaliganj) প্রার্থী দেবার কথা ঘোষণা করতেই ফের একবার বিরোধিতায় সরব বাম শরিক দলগুলি। আদতে নির্বাচনের রাজনীতি করা ছাড়া কোনও উন্নয়নমূলক পদক্ষেপের কোনও উদ্যোগই যে এখনও বামেদের মধ্যে নেই, তা স্পষ্ট হয়ে গেল কালীগঞ্জ উপনির্বাচনের (Kaliganj by-election) আগেই। সিপিআইএম (CPIM) প্রার্থী দিতে চাইলেও কংগ্রেসের (Congress) হাতে হাত রাখতেই মত শরিক দলগুলির। ফলে শরিকদলগুলির বৈঠকে হার মানতে হল সেলিমকে।
শুক্রবার কালীগঞ্জ উপনির্বাচনে কাবিল উদ্দিন শেখকে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। কংগ্রেস সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালের স্বাক্ষর করা প্রার্থী পদের কাগজ প্রচারিত হয় রাজ্যে। সেই সঙ্গে কংগ্রেসের তরফে জানানো হয় বামেরা তাঁদের প্রার্থীকেই সমর্থন জানিয়েছে।
–
–
–
–
–
–
–
–
–
–
–