নিয়মে রদবদল, এসএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষার আগে প্রকাশিত নতুন বিধি

Date:

Share post:

স্কুল সার্ভিস কমিশনের (SSC ) শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য নয়াবিধি প্রকাশিত হল। কথা রাখল রাজ্য সরকার (Govt of WB), ছাড় দেওয়া হলো বয়সের ঊর্ধ্বসীমায়। বৃহস্পতিবার মধ্যরাতে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, ২০২৫ সালের ১ জানুয়ারির হিসাবে ৪০ বছর বয়স পর্যন্ত নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন চাকরিপ্রার্থীরা। এ ছাড়া, তফসিলি জাতি, জনজাতি এবং অন্য অনগ্রসর শ্রেণির চাকরিপ্রার্থীরা রাজ্য সরকারের নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। এর পাশাপাশি শিক্ষকদের ক্লাস নেওয়ার দক্ষতা এবং অভিজ্ঞতার উপর জোর দেওয়া হয়েছে।

নিয়োগের নয়া বিধিতে (New rules of teachers recruitment) শিক্ষকতার অভিজ্ঞতা এবং ‘লেকচার ডেমোস্ট্রেশন’ নামে নতুন ক্যাটাগরি সংযোজিত হয়েছে। জানা গেছে এবার থেকে ৫৫-র পরিবর্তে মোট ৬০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। ‘লেকচার ডেমোস্ট্রেশন’-এর জন্যও সর্বোচ্চ ১০ নম্বর রাখা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতার উপরে থাকবে সর্বোচ্চ ১০ নম্বর। প্যানেল ও এবং অপেক্ষমান মেধাতালিকার মেয়াদ থাকবে প্রথম কাউন্সেলিংয়ের পর থেকে এক বছর পর্যন্ত। তবে প্রয়োজন বুঝে কমিশন তা ছ’মাস পর্যন্ত বাড়াতে পারবে। সে ক্ষেত্রে আগাম রাজ্য সরকারের অনুমতি নিতে হবে। ওএমআর শিটের (OMR sheet) স্ক্যান করা কপি প্যানেলের মেয়াদ শেষের পর ১০ বছর পর্যন্ত সংরক্ষিত করতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগের মতো এখনও টেট (TET ) পাশ বাধ্যতামূলক। টেটের প্রাপ্ত নম্বরের সর্বাধিক গুরুত্ব থাকবে সর্বোচ্চ ৪০ নম্বরের। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি মনে করছে এই নতুন নিয়োগ বিধিতে যাঁরা ‘যোগ্য’ চাকরিহারা তাঁদের অনেকটাই সুবিধে হবে।

 

spot_img

Related articles

সোনম ওয়াংচুকে পাক-চর প্রমাণের মরিয়া চেষ্টা! গুলি চালানো নিয়ে প্রশ্ন তুলল বিজেপিই

বিজেপির বিরোধিতা করলেই তারা দেশদ্রোহী। বারবার দেশের একাধিক রাজনীতিককে জেলে ভরে তারপরে তাঁদের বিরুদ্ধে অভিযোগ সাজিয়ে তা প্রমাণ...

ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু! এবার বেহালায়

পঞ্চমীর সকালে ফের বিদ্যুৎস্পৃষ্ট (Electrocution) হয়ে মৃত্যু! শনিবার সকালে কলকাতার বেহালা-সরশুনা (Behala Shorsuna) এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন...

নবমী থেকেই বাড়বে বৃষ্টি: এক সপ্তাহের পূর্বাভাস শোনালো আবহাওয়া দফতর

আগে যেমন পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর, তার ব্যতিক্রম হল না মহাপঞ্চমীর পূর্বাভাসে। আপাতত নবমী পর্যন্ত যেভাবে মেঘ-বৃষ্টিকে সঙ্গী...

ভারতে ধর্মীয় নিপীড়নে রাষ্ট্রসঙ্ঘে সরব শাহবাজ: পাল্টা পাক সন্ত্রাসবাদ হাতিয়ার মোদির

ভারতে হিন্দুদের দ্বারা যে ধর্মীয় নিপীড়ন চলছে, তা গোটা বিশ্বের কাছে আতঙ্কের কারণ। ভারতের মতো সার্বভৌম গণতান্ত্রিক দেশকে...