বাংলার চা-শিল্প ঠিক কোথায় দাঁড়িয়ে: প্রধানমন্ত্রীর ডাহা মিথ্যের মুখোশ খুলল তৃণমূল

Date:

Share post:

বাংলার চা-শিল্প এবং চা-শ্রমিকদের বিষয়ে শুধুই মিথ্যাচার করে গিয়েছেন প্রধানমন্ত্রী। একের পর এক প্রমাণ দেখিয়ে, যুক্তি ও তথ্যের ভিত্তিতে বাংলার চা শ্রমিকদের নিয়ে প্রধানমন্ত্রী মোদীজির (Narendra Modi) মিথ্যাচারের রাজনীতির মুখোশ খুলে দিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)।

তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, ২০১৬ সালে মাদারিহাটে আদিবাসী সাধনা ময়দানে মিটিং করে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। বলেছিলেন, ডানকান (Duncan) গোষ্ঠীর সাতটি রুগ্ন চা বাগান অধিগ্রহণ হবে। তারপর বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছিল বীরপাড়া, গ্যারগান্ডা, লঙ্কাপাড়া, ধুনচিপাড়া, মুন্সিপাড়া, হান্টাপাড়া, ডিমডিমা অধিগ্রহণ করে নেবে টি বোর্ড (Tea Board)। এই প্রতিশ্রুতি দিয়ে মাদারিহাটে জয়লাভ করার পর বন্ধ হয়েছে, বাগানখোলা (tea garden) তো দূর অস্ত।

ঋতব্রতর কথায়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ গ্রহণ করলেন বন্ধু চা বাগানগুলি খোলার। বাংলায় একুশের ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, অসম ও বাংলা চা-বাগানের (tea garden) জন্য হাজার কোটি টাকা উন্নয়ন প্রকল্পে দেওয়ার। বাংলার চা বাগানের একটা পয়সাও আসেনি। আমরা নিশ্চিত, সামনের বছর যেহেতু আবার বাংলা বিধানসভা নির্বাচন, আবার বাজেটে চা বাগান নিয়ে গালভরা প্রতিশ্রুতি দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সংসদে এই বঞ্চনার কথা উল্লেখ করেছিলাম। কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল পিএসইউয়ের অধীনে থাকা চারটি বাগান বানারহাট, কারবালা, চুনাভাটি ও নিউ ডুয়ার্সের শ্রমিকদের কেন মজুরি দেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন তুলেছিলাম। কেন্দ্রীয় সরকার তা স্বীকারও করে নেয়। বাগানগুলিতে গত দু’বছরের প্রভিডেন্ট ফান্ডের টাকাও জমা পড়ছে না শ্রমিকদের। এমনকী বাগানগুলিতে স্কুলের বাসও (school bus) দেয়নি কেন্দ্র। ট্রাকের মধ্যে চারিদিকে বাঁশ বেঁধে বাচ্চারা প্রাণ হাতে করে স্কুলে যায়। চা বাগানে অনাবৃষ্টির সমস্যা ছিল, নেপালের (Nepal) নকল চা ঢুকে পড়েছিল। কিন্তু রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে চা-পাতা তোলার কাজ এগিয়ে নিয়ে আসা হয়েছিল।

ঋতব্রত আরও বলেন, ২০১১ সালে বামফ্রন্ট সরকার চলে যাবার সময় দিন প্রতি চা-শ্রমিকদের মজুরি ছিল ৬৭ টাকা। এখন তা বেড়ে হয়েছে ২৫০ টাকা। এই মজুরি আরও বাড়তে পারত, কিন্তু কেন্দ্রের ঢিলেমিতে তা হয়নি। রাজ্য সরকার চা সুন্দরী প্রকল্পে জমির পাট্টা দেওয়া থেকে শুরু করে স্বাস্থ্যকেন্দ্র, ক্রেস, অ্যাম্বুলেন্স দিয়েছে। আবার মুখ্যমন্ত্রী বাসের বন্দোবস্তও করেছেন। তার ফলও মিলেছে মাদারিহাটি উপ নির্বাচনে। মাদারিহাটে একশোটি চা বলয়ের বুথের মধ্যে ৫৫টি বিজেপি জিতেছিল, ৪৫ টি জিতেছিল তৃণমূল। উপনির্বাচনে তৃণমূল বেড়ে হয়েছে ৮১, বিজেপি কমে হয়েছে ১৯। মোদির কথা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের ফারাক মানুষ ধরে ফেলেছে। সেই ভাবেই মানুষ ভোট দেবেন। আগামী বিধানসভা নির্বাচনে চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হবেন। পর্যুদস্ত হবে বিজেপি।

এদিন ঋতব্রত আরও বলেন, সীমান্ত-পাচারের জন্য কেন্দ্র সর্বাংশে দায়ী। কয়েক বছর আগেই রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই সীমান্ত থেকে ৫০ কিমি পর্যন্ত বিএসএফের এক্তিয়ার বাড়িয়ে নিয়েছে। সীমান্তরক্ষার দায় কেন্দ্রের। এ বিষয়ে রাজ্য দায় নেবে না।

spot_img

Related articles

চন্দননগর নয়! কোথা থেকে সূচনা বাংলায় জগদ্ধাত্রী পুজোর? জানুন ইতিহাস 

জগদ্ধাত্রী পুজোর নাম উঠলেই চোখের সামনে ভেসে ওঠে গঙ্গাপাড়ের শহর চন্দননগরের ছবি—চোখধাঁধানো আলোকসজ্জা, সুবিশাল প্রতিমা আর অসংখ্য দর্শনার্থীর...

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সহজ জয়, কোন অঙ্কে বিশ্বকাপের সেমিতে ভারত?

ভাইফোঁটার দিনেই মহিলাদের একদিনের বিশ্বকাপে(ICC Women World cup) সেমিফাইনালে স্থান নিশ্চিত করল ভারত। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডকে ৫৩...

চাপ দিয়ে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়: বিস্ফোরক নারদ মামলার প্রথম তদন্তকারী CBI আধিকারিক

বিস্ফোরক স্বীকারোক্তি নারদ (Narada Case) মামলার প্রথম তদন্তকারী সিবিআই আধিকারিক রঞ্জিত কুমারের (Ranjit Kumar)। একটি অডিও সাক্ষাৎকারে তিনি...

সিরিজ হারের দিনেই বিরাট প্রশ্ন কোহলির ভবিষ্যৎ নিয়েও

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয়একদিনের ম্যাচে হারতে হয়েছে ভারতীয় দলকে(India Team)। সেই সঙ্গে সিরিজ হাতছাড়া হয়ে গিয়েছে। তবে দ্বিতীয় ম্যাচে...