শুধু যুদ্ধ নয়, পারমানবিক লড়াই থামালাম: ১১তম দাবি ট্রাম্পের, নীরব মোদি!

Date:

Share post:

একবার, দুবার নয়। টানা ১১ বার মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) দাবি করলেন তিনিই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য লড়াই থামালেন। তারপরেও প্রকাশ্যে ট্রাম্পের সেই ভাষণের উত্তর দেওয়ার ক্ষমতা নেই ভারতের মোদি সরকারের। বিদেশ মন্ত্রকের (MEA) তরফে এমন বিবৃতি জারি করা হয়, যে তারপরেও টানা ভারত-পাকিস্তান দ্বন্দ্ব থামানোর দাবি করে চলেছেন ট্রাম্প। অন্যদিকে মোদির দাবি, ভারতের অপারেশন সিন্দুরের (Operation Sindoor) জন্য শান্তির পথে হাঁটতে বাধ্য হয়েছে। বিরোধীদের পক্ষ থেকে এই বিষয়গুলি স্পষ্ট করার জন্য বারবার সংসদের বিশেষ অধিবেশনের দাবি জানানো হয়েছে। সেই দাবি কেন মোদি সরকার এড়িয়ে যাচ্ছে, ট্রাম্পের ১১ তম দাবির পরে তা নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে।

ফের একবার ভারত ও পাকিস্তানের মধ্যে চলতি অশান্তির পরিস্থিতিতে দ্বন্দ্ব থামানোর দাবি করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। আগের মতো একইভাবে তিনি বলেন, আমার মনে হয় যে চুক্তি করে আমি সবথেকে বেশি খুশি তা হল ভারত ও পাকিস্তানের সঙ্গে চুক্তি। যার মাধ্যমে আমরা একটি সম্ভাব্য পারমাণবিক লড়াই থামিয়ে দিতে পেরেছি। তা সম্ভব হয়েছে বাণিজ্যের (trade) মাধ্যমে, বুলেটে নয়।

অত্যন্ত লজ্জাজনকভাবে ভারতকে বুলেটে বিশ্বাসী বলেও এবার দাবি করেন ট্রাম্প (Donald Trump)। তিনি বলেন, সাধারণত ভারত-পাকিস্তান দ্বন্দ্ব থামে বুলেটের মাধ্যমে। আমরা এটা থামালাম বাণিজ্যের মাধ্যমে। তাই আমি এর জন্য গর্বিত। ভারত ও পাকিস্তানের মধ্যে একটি অত্যন্ত জঘন্য যুদ্ধ হতে যাচ্ছিল। এবং এখন তারা দুজনে কেমন শান্তিতে রয়েছে।

ভারতের প্রতি এই ধরনের লজ্জাজনক ও কদর্য ইঙ্গিত এর আগেও করেছেন ট্রাম্প। তারপরেও নীরব থেকেছেন মোদি। বারবার পাকিস্তানকে উচিত শিক্ষার দেওয়ার হুমকি দেওয়া নরেন্দ্র মোদি, আদতে একটুকুও চিন্তিত নন মার্কিন রাষ্ট্রপতি যেভাবে ভারতের বদনাম গোটা বিশ্বের সামনে তুলে ধরছেন তা নিয়ে। ভারতের প্রতিনিধিদল কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বে আমেরিকাতেও পাকিস্তান নিয়ে অবস্থান স্পষ্ট করে এসেছে। তারপরে প্রথমবার এই দ্বন্দ্ব থামানো কৃতিত্ব নিলেন ট্রাম্প। এরপরেও ব্যাখ্য়া দিতে ব্যর্থ মোদি সরকার।

spot_img

Related articles

Untold Story: ‘মমতাদিদি’র উপহার নিয়ে ‘গোপনকথা’ ফাঁস জয়াপ্রদার

তাঁকে দেখে কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় বলেছিলেন, ভারতীয় সিনেমার সবচেয়ে সুন্দর অভিনেত্রী। রূপে-অভিনয়ে-নাচে এক সময় হিন্দি তথা...

বিতর্কের আবহেই মেগা ফাইনাল, জানুন ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

বিতর্কের আবহেই রবিবার এশিয়া কাপ (Asia Cup) ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান (IND vs PAK)। এই নিয়ে চলতি টুর্নামেন্টে...

আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা, ঘটনায় নিহত ৩

মার্কিন মুলুকে (USA) ফের বন্দুকবাজের হামলা । ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন জন।  ভয়াবহ এই  ঘটনাটি ঘটেছে নর্থ ক্যারোলিনায়...

মহম্মদ আলি পার্কের মণ্ডপ দর্শন বন্ধ! উদ্যোক্তাদের অভিযোগের জবাব কলকাতা পুলিশের

পঞ্চমীর রাতে হঠাৎ দর্শনার্থীদের জন্য কলকাতার বিখ্যাত পুজো মহম্মদ আলি পার্কের মণ্ডপ ও দুর্গাদর্শন বন্ধ করে দেন উদ্যোক্তারা।...