Monday, November 10, 2025

শুধু যুদ্ধ নয়, পারমানবিক লড়াই থামালাম: ১১তম দাবি ট্রাম্পের, নীরব মোদি!

Date:

একবার, দুবার নয়। টানা ১১ বার মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) দাবি করলেন তিনিই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য লড়াই থামালেন। তারপরেও প্রকাশ্যে ট্রাম্পের সেই ভাষণের উত্তর দেওয়ার ক্ষমতা নেই ভারতের মোদি সরকারের। বিদেশ মন্ত্রকের (MEA) তরফে এমন বিবৃতি জারি করা হয়, যে তারপরেও টানা ভারত-পাকিস্তান দ্বন্দ্ব থামানোর দাবি করে চলেছেন ট্রাম্প। অন্যদিকে মোদির দাবি, ভারতের অপারেশন সিন্দুরের (Operation Sindoor) জন্য শান্তির পথে হাঁটতে বাধ্য হয়েছে। বিরোধীদের পক্ষ থেকে এই বিষয়গুলি স্পষ্ট করার জন্য বারবার সংসদের বিশেষ অধিবেশনের দাবি জানানো হয়েছে। সেই দাবি কেন মোদি সরকার এড়িয়ে যাচ্ছে, ট্রাম্পের ১১ তম দাবির পরে তা নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে।

ফের একবার ভারত ও পাকিস্তানের মধ্যে চলতি অশান্তির পরিস্থিতিতে দ্বন্দ্ব থামানোর দাবি করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। আগের মতো একইভাবে তিনি বলেন, আমার মনে হয় যে চুক্তি করে আমি সবথেকে বেশি খুশি তা হল ভারত ও পাকিস্তানের সঙ্গে চুক্তি। যার মাধ্যমে আমরা একটি সম্ভাব্য পারমাণবিক লড়াই থামিয়ে দিতে পেরেছি। তা সম্ভব হয়েছে বাণিজ্যের (trade) মাধ্যমে, বুলেটে নয়।

অত্যন্ত লজ্জাজনকভাবে ভারতকে বুলেটে বিশ্বাসী বলেও এবার দাবি করেন ট্রাম্প (Donald Trump)। তিনি বলেন, সাধারণত ভারত-পাকিস্তান দ্বন্দ্ব থামে বুলেটের মাধ্যমে। আমরা এটা থামালাম বাণিজ্যের মাধ্যমে। তাই আমি এর জন্য গর্বিত। ভারত ও পাকিস্তানের মধ্যে একটি অত্যন্ত জঘন্য যুদ্ধ হতে যাচ্ছিল। এবং এখন তারা দুজনে কেমন শান্তিতে রয়েছে।

ভারতের প্রতি এই ধরনের লজ্জাজনক ও কদর্য ইঙ্গিত এর আগেও করেছেন ট্রাম্প। তারপরেও নীরব থেকেছেন মোদি। বারবার পাকিস্তানকে উচিত শিক্ষার দেওয়ার হুমকি দেওয়া নরেন্দ্র মোদি, আদতে একটুকুও চিন্তিত নন মার্কিন রাষ্ট্রপতি যেভাবে ভারতের বদনাম গোটা বিশ্বের সামনে তুলে ধরছেন তা নিয়ে। ভারতের প্রতিনিধিদল কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বে আমেরিকাতেও পাকিস্তান নিয়ে অবস্থান স্পষ্ট করে এসেছে। তারপরে প্রথমবার এই দ্বন্দ্ব থামানো কৃতিত্ব নিলেন ট্রাম্প। এরপরেও ব্যাখ্য়া দিতে ব্যর্থ মোদি সরকার।

Related articles

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম, একনজরে তালিকা

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম (Bangla Dairy)। ৫৬ টাকা থেকে ৬০-এ পৌঁছল বাংলার ডেয়ারি...

শেষরক্ষা হল না: মৃত্যু SIR আতঙ্কে বিষপান করা আশার, চিকিৎসাধীন শিশুকন্যা

শেষরক্ষা হল না। মৃত্যু হল SIR আতঙ্কে বিষপান করা ধনিয়াখালির আশা সোরেনের (Asha Soren)। এখনও হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন...

আছড়ে পড়ল সুপার টাইফুন উ-ওয়ং, ফিলিপিন্সে সুনামির স্মৃতি

প্রবল শক্তিশালী সুপার টাইফুন উ-ওয়ং আছড়ে পড়ল ফিলিপিন্সের অরোরা উপকূলে। রবিবার রাতে এই সুপার টাইফুনের (super typhoon) ল্যান্ডফলের...

নোটবন্দির মতো ভোটবন্দি! SIR স্থগিত করা উচিৎ: বৈধ নাম কাটলে প্রত্যাঘাতের বার্তা মমতার

নোটবন্দির মতো ভোটবন্দি করছে মোদি সরকার। ফের বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...
Exit mobile version