Thursday, August 21, 2025

নেই বাঘ-বন্ধু! ক্যান্সারের কাছে হেরে প্রয়াত টাইগারম্যান বাল্মীক থাপার

Date:

য়াত ভারতের বাঘ-বন্ধু তথা বন্যপ্রাণী সংরক্ষক বাল্মীক থাপার (Valmik Thapar)। গোটা দেশ তাঁকে টাইগারম্যান (Tigerman) নামেই চেনে। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। প্রায় এক বছর ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। শনিবার সকালে দিল্লির কৌটিল্যভবনে নিজের বাড়িতে প্রয়াত হয়েছেন বাল্মীকি থাপার। বর্তমান কেন্দ্র সরকারের আমলে বারবার নীতির বিরোধিতায় সরব হয়েছিলেন বাল্মীক। তবে স্বৈরাচারী সরকারের দমননীতির শিকার হয়েছিলেন তিনিও।

সারাজীবন বন্যপ্রাণী সংরক্ষণে (wildlife conversation) নিজেকে উৎসর্গ করেছিলেন বাল্মীক থাপার। রাজস্থান, রণথম্ভোর, মহারাষ্ট্রে এই নিয়েই কাজ করেছেন তিনি। ১৯৮৭ সালে সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় রণথম্ভোর ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তিনি সারাজীবন চেষ্টা করে গেছেন সাধারণ মানুষকে বন্যপ্রাণী সংরক্ষণের সঙ্গে যুক্ত করতে। তাডোবা-আন্ধারি টাইগার রিজার্ভ ফরেস্ট-সহ একাধিক অভয়ারণ্য পুনরুজ্জীবনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ‘দস্তকার’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও গাঁটছড়া বেঁধেছিলেন তিনি।

তিনি আক্ষেপ করে বলতেন, “এ দেশে আমলাতন্ত্র যত বাঘ মেরেছে, গুলিতেও তত বাঘ মরেনি।” শিকার বিরোধী আইন নিয়ে বহুবার সরব হয়েছেন বাল্মীক। বাঘের থাকার জায়গা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ১৯৫২ সালে মুম্বইয়ে জন্ম বাল্মীকের। তাঁর বাবা রমেশ থাপার এবং মা রাজ থাপার ছিলেন সাংবাদিক। রাজনৈতিক পত্রিকা ‘সেমিনার’-এর সহ প্রতিষ্ঠাতাও। বাঘ সংরক্ষণের (tiger conservation) পাশাপাশি বাল্মীকও একাধারে লেখক এবং প্রাবন্ধিক। ৩২টির উপর বই লিখেছেন। ২০১২ সালে আত্মজীবনী ‘Tiger: My Life, Ranthambhore and Beyond’ -এ বাল্মীক লিখেছিলেন, “আমার সংগ্রাম, আমার লক্ষ্য এমন নির্জন অঞ্চল, যেখানে বাঘ স্বাধীনভাবে বাঁচতে পারবে, শব্দহীন, মানবহীন পরিবেশে।”

২০০৫ সালে ইউপিএ সরকারের জমানায় বাল্মীক টাইগার টাস্ক ফোর্সের (Tiger Task Force) সদস্য হন। এছাড়াও ১৫০ সরকারি প্যানেল ও টাস্ক ফোর্সের সদস্য ছিলেন তিনি। সেই সময়ই প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন ন্যাশানাল বোর্ড ফর ওয়াইন্ড লাইফের (National Board for Wildlife) সদস্যও করা হয় বাল্মীককে। আবার বিদেশ থেকে চিতাবাঘ এনে ভারতে পালনের বিরোধিতাও করেছিলেন তিনি। স্বাভাবিকভাবেই তাঁর মত পছন্দ হয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version