Wednesday, November 12, 2025

অগাস্টের পর আর তুর্কি সংস্থার সঙ্গে চুক্তি নয়, ইন্ডিগোকে নির্দেশ কেন্দ্রের

Date:

জঙ্গিবাদে মদতকারী পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তুরস্ক (Turkeys support to pakistan)। শত্রুর বন্ধুর সঙ্গে তাই কোনও সম্পর্ক রাখতে চাইছে না নয়াদিল্লি। অবিলম্বে তুর্কি সংস্থার (Turkish company) সঙ্গে চুক্তি বাতিল করার জন্য ইন্ডিগোকে (Indigo) নির্দেশ দিল কেন্দ্র সরকার। বিমানবন্দর ব্যবস্থাপনায় তুরস্কের সংস্থা সেলেবি অ্যাভিয়েশন (Celebi Aviation) খ্যাতির শীর্ষে রয়েছে। ভারতসহ মোট ছটি দেশে প্রিমিয়াম এয়ারপোর্ট লাউঞ্জ সার্ভিস (Airport lounge service)দেয় এই সংস্থা। বিমান সংস্থা ইন্ডিগোর (InterGlobe Aviation Limited) সঙ্গে আগামী ৩১ অগাস্ট ২০২৫ পর্যন্ত সেলেবি অ্যাভিয়েশনের চুক্তি ছিল। বিমান সংস্থার তরফে ৬ মাসের জন্য এই মেয়াদ বাড়ানোর আবেদন জানানো হলেও কেন্দ্রের তরফের তা নাকচ করে দেওয়া হয়েছে।

ভারত-পাকিস্তান সংঘর্ষের আবহে বারবার তুরস্ককে শাহাবাজ শরিফের দেশের পাশে দাঁড়াতে এবং সাহায্য করতে দেখা গেছে। বিষয়টাকে ভালো চোখে দেখছে না নয়াদিল্লি। পহেলগামে জঙ্গি হামলায় (Pahelgam Terrorist Attack) ২৬ জন নিরীহের প্রাণ যাওয়ার পরও সন্ত্রাসে ‘মদতদাতা’ ইসলামাবাদকে যেভাবে সমর্থন করেছে তুরস্ক তাতে আগামীতে তাদের সঙ্গে যাবতীয় ছেদ করতে উদ্যত ভারত সরকার (Government of India)। তুর্কি সংস্থা সেলেবির অন্তর্গত সেলেবি এয়ারপোর্ট সার্ভিস ইন্ডিয়া এবং সেলেবি দিল্লি কার্গো টার্মিনাল ম্যানেজমেন্ট ইন্ডিয়া এদেশে বিমান পরিষেবায় ‘গ্রাউন্ড অপারেশনে’র কাজ করে। অপারেশন সিন্দুর (Operation Sindoor) আবহে দেশের বিমানবন্দরগুলির কাজে সেলেবি অ্যাভিয়েশনের সঙ্গে যে চুক্তি ছিল তা আগেই বাতিল করা সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এবার ইন্ডিগোকেও স্পষ্ট নির্দেশ দিয়ে বলা হল অগাস্ট মাসের পর শত্রুদেশ পাকিস্তানের মদতকারী তুরস্ক দেশের কোনও সংস্থার সঙ্গে আর কাজ করা যাবে না। ইন্ডিগো কর্তৃপক্ষের তরফে বিষয়টিতে সম্মতি প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে।

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version