প্রধানমন্ত্রীর কুৎসা! পরিসংখ্যান, তথ্য দিয়ে পাল্টা তৃণমূল

Date:

Share post:

চার বছর ধরে টাকা দেয়নি কেন্দ্র। শুধু মুখে বড়াই আর বাংলার সঙ্গে বঞ্চনা। বাংলায় এসে প্রধানমন্ত্রী কুৎসা-অপপ্রচার করে গিয়েছেন। তাঁর সেই কুৎসার জবাব উন্নয়নের তথ্য-পরিসংখ্যানেই (facts and figures) দিল তৃণমূল। ফের একবার তথ্য পেশ করে তৃণমূল কংগ্রেস জানিয়ে দিল, বাংলায় উন্নয়ন হচ্ছে, এখানে বিজেপির কোনও ঠাঁই নেই। ওরা কুৎসা করুক, আমরা থাকব উন্নয়নেই।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূল দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিল, কেন্দ্রের বিজেপি সরকার বাংলা থেকে সব রাজস্ব (revenue) নিয়ে যায়, আর বাংলার মানুষকে বঞ্চনা করে। তারপর মুখে বড় বড় কথা, কাজে শূন্য। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন, তা করেন। পরিসংখ্যান দিয়ে তৃণমূল জানিয়েছে, বিজেপি একশো দিনের কাজের প্রাপ্য বকেয়া দেয়নি। বাংলার শ্রমিকদের সঙ্গে বঞ্চনা করেছে। আমরা শ্রমিকদের প্রাপ্য বকেয়া মিটিয়েছি। তাদের জন্য কর্মশ্রী প্রকল্প শুরু করেছি। সেই কর্মশ্রী প্রকল্পে ৩০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শ্রমিকরা কেউ ৫০ দিন, কেউ কেউ ৬০ দিনের কাজও পেয়েছেন।

মুখ্যমন্ত্রীর উদ্যোগে লক্ষ লক্ষ মানুষ কাজ পেয়েছেন। শুধু তাই নয়, সামাজিক সুরক্ষা প্রকল্পের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ১২০০ কোটি টাকারও বেশি সহায়তা দেওয়া হয়েছে। মানুষের মানুষের ঘরে তা পৌঁছে দিয়ে আর্থিক নিরাপত্তার ব্যবস্থা করছে বাংলার মা-মাটি-মানুষের সরকার। এর মধ্যে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, খাদ্যসাথী, সবুজসাথী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, তরুণের স্বপ্ন, জয় জোহার, তফসিলি বন্ধু, কৃষক বন্ধু, বাংলা শস্যবিমা, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা-সহ অন্যান্য প্রকল্প। এছাড়া দক্ষিণেশ্বর, কালীঘাট, জল্পেশ মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঐকান্তিক উদ্যোগে নির্মিত হয়েছে অত্যাধুনিক স্কাইওয়াক।

spot_img

Related articles

গোল্ড কাপে চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার, দলকে শুভেচ্ছা অভিষেকের

ভারতীয় ফুটবল মানচিত্রে উল্কার গতিতে উত্থান হয়েছে ডায়মন্ড হারবারের(DHFC)। এবার তাদের ট্রফি ক্যাবিনেটে ঢুকল ঐতিহ্যশালী গোল্ড কাপে(Gold Cup)।...

অজিদের হারিয়ে ইতিহাস ভারতের, বিশ্বকাপ জয়ের দুয়ারে হরমনপ্রীতরা

মহিলাদের একদিনের বিশ্বকাপের(ICC Women ODI) ফাইনালে ভারত। অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করল ভারতীয় মহিলা দল।  কাপ...

আইপিএলে কোচ যুবরাজ! নায়ারের সঙ্গেই নাইট দলে আসবেন রোহিত?

কেকেআর(KKR) কোচ পরিবর্তন করে অভিষেক নায়ারকে দায়িত্ব দিয়েছে। এবার জল্পনায় লখনউ দলের কোচও। জাস্টিন ল্যাঙ্গারের পরিবর্তে নতুন কোচকে...

গয়েরকাটা চা-বাগানে চিতাবাঘের মৃতদেহ, চাঞ্চল্য ডুয়ার্সে 

ডুয়ার্সের গয়েরকাটা চা-বাগান এলাকায় চাঞ্চল্য ছড়াল বৃহস্পতিবার সকালে। গয়েরকাটা চা-বাগানের হিন্দুপাড়া ডিভিশনের ২১ নম্বর সেকশনে প্রতিদিনের মতো কাজে...