ন্যাশনাল মেডিক্যাল কমিশনের নিয়ম অনুযায়ী কলকাতা মেডিক্যাল কলেজে গঠিত হতে চলেছে সিলেক্টেড স্টুডেন্ট কাউন্সিল। শনিবার সকাল থেকেই দফায় দফায় ছাত্র বিক্ষোভে উত্তাল হয় কলকাতা মেডিক্যাল কলেজ। বাম ঘেষা ছাত্রদের একাংশ নানান দাবি দাওয়া নিয়ে শনিবার সকাল থেকেই দফায় দফায় মিছিল মিটিং শুরু করে কলেজ চত্ত্বরে। যদিও কেন এই অশান্তি? তা নিয়ে স্পষ্ট জবাব ছিল না অতিবামদের কাছে।
উল্লেখ্য সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করায় তদন্ত শুরু হয় মেডিক্যাল কলেজে। কয়েকজন ছাত্র জানিয়েছেন, সেই ঘটনা ধামাচাপা দিতেই শনিবার আন্দোলনে নেমেছিল কেউ কেউ। শেষমেশ রাতে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষর তরফে জানানো হয়, ২ জুন মেডিক্যাল কলেজের অডিটোরিয়ামে গঠিত হবে সিলেক্টেড স্টুডেন্ট কাউন্সিল। ছাত্ররাই এখানে ছাত্রদের দ্বারা মনোনিত সদস্য পছন্দ করবেন। অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস জানিয়েছেন, ন্যাশনাল মেডিক্যাল কমিশনে বলা হয়েছে এই নবগঠিত স্টুডেন্ট কাউন্সিল কলেজে ফ্রেসার্স ওয়েলকাম, ফেস্ট এর মতো অনুষ্ঠান পরিচালনা করবেন।
আরও পড়ুন – পেট ফুঁড়ে ২১০ সেমি লম্বা চুলের বল! বিশ্ব রেকর্ড জয়পুরের চিকিৎসকদের
_
_
_
_
_
_
_
_
_
_
_
_