Saturday, November 1, 2025

সংবাদমাধ্যমে কংগ্রেস মুখপাত্রকে কুরুচিকর আক্রমণ বিজেপি নেতার, ধিক্কার দেবাংশুর

Date:

সাংবাদ মাধ্যমের অনুষ্ঠানে বিরোধীদলের নেতার মাকে উদ্দেশ্য করেন কুৎসিত আক্রমণ বিজেপি নেতার। নিন্দার ঝড় সব মহলে। ঘটনায় বিজেপিকে (BJP) ধিক্কার জানিয়ে পোস্ট করলেন তৃণমূলের (TMC) আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য (Debanshu Bhattacharya)।

রাজনৈতিক আলোচনার মান প্রতিনিয়ত নিম্নগামী হচ্ছে এই বিষয়ে সন্দেহ নেই। সম্প্রতি এক ঘটনায়, বিজেপি মুখপাত্র প্রেম শুক্ল (Preme Shukla) শনিবার একটি সংবাদমাধ্যমে লাইভ বিতর্কের সময় কংগ্রেস (Congress) মুখপাত্র সুরেন্দ্র রাজপুতকে (Surendra Rajput) কদার্য ভাষায় আক্রমণ করেন। তাঁর মাকে উদ্দেশ্য করে কুৎসিত আক্রমণ করেন। সেই এই উত্তপ্ত বাক্যবিনিময়ের ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় নিমেষেই ভাইরাল হয়েছে। জাতীয় সংবাদমাধ্যমে এই ধরণের নোংরা ভাষা ব্যবহারের জন্য প্রেম শুক্লা এবং বিজেপির বিরুদ্ধে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।

একটি হিন্দি সংবাদমাধ্যমে অনুষ্ঠিত এই বিতর্কটি পাহেলগামতে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে চলছিল। কংগ্রেস মুখপাত্র সুরেন্দ্র রাজপুত যখন প্রশ্ন তোলেন যে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানকে পরাজিত করে পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার করার পাশাপাশি বেলুচিস্তানকে মুক্ত করার অবস্থানে থাকা সত্ত্বেও কেন যুদ্ধবিরতি ঘোষণা করল, তখন বিজেপি মুখপাত্র পাল্টা বলেন, “রাহুল গান্ধী পাকিস্তানের ভাষা বলেন… তিনি পাকিস্তানের পায়ের তলা চাটেন।” পাল্টা বক্তব্য রাখেন রাজপুত। এই মুহুর্তে, শুক্লা নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বলেন, “তেরি মা র… হ্যায়”।

এই উক্তির পরেই সঞ্চালক আলোচনায় হস্তক্ষেপ করেন ও বিজেপি মুখপাত্রের ব্যবহৃত অশালীন ভাষার নিন্দা করেন। এমনকী তিনি তাঁর অনুষ্ঠানের সময় ব্যবহৃত অশালীন মন্তব্যের জন্য ক্ষমাও চেয়ে নেন। উভয়পক্ষকেই কিছুক্ষণের জন্য ‘মিউট’ করার পর, চ্যানেলটি তাদের বিতর্ক পুনরায় শুরু করার অনুমতি দেয়। প্রসঙ্গত, বিজেপি মুখপাত্ররা প্রতিদিন বিভিন্ন চ্যানেলে অশ্লীলতার সমস্ত সীমা অতিক্রম করেন, কিন্তু এদিন মর্যাদার সমস্ত সীমা পার করে গিয়েছেন এই প্রতিনিধি।
আরও খবরহাজিরা এড়াচ্ছেন অনুব্রত, হঠাৎ AI-এর তত্ত্ব ওড়াচ্ছেন কেষ্ট-ঘনিষ্ঠ নেতা

এই অবস্থায় তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য (Debanshu Bhattacharya) গেরুয়া মনোবৃত্তিকে নিশানা করে নিজের সোশ্যাল হ্যান্ডেলে ভিডিও ক্লিপটি শেয়ার করে লিখেছেন, “বিজেপির প্রতিনিধি প্রেম শুক্লা একেবারেই ব্যতিক্রম নন। লাইভ টিভিতে, তিনি একজন মাকে গালি দিয়েছিলেন, এবং দল গর্বের সঙ্গে পাশে দাঁড়িয়েছিল!! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আপনি এই বিষাক্ত মনোভাবকে দলের মধ্যে একেবারেই স্বাভাবিক করে তুলেছেন।”

Related articles

সেমিফাইনাল কলকাতায় খেলতে চায় ইস্টবেঙ্গল, ফেডারেশনের ভাবনা কী?

আইএফএ শিল্ড ফাইনালের ব্যর্থতা ঝেড়ে ফেলে সুপার কাপ(Super Cup) জয় স্বপ্নে বুদ ইস্টবেঙ্গল( East Bengal)। শুক্রবার মোহনবাগানের বিরুদ্ধে...

কাটছে না সংকট! এখনও ICU-তে ধর্মেন্দ্র

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থা নিয়ে চিন্তা বাড়ছে অনুরাগীদের। শ্বাসকষ্ট জনিত সমস্যায় শুক্রবার রাতে তাঁকে মুম্বইয়ের...

রবির সকালে বন্ধ বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথের রুট

মেরামতির কাজের জন্য রবিবার সকালে বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge) । হাওড়া সিটি পুলিশের (Howrah...

চুক্তিভিত্তিক কর্মীদের জন্য শ্রম আইন বাধ্যতামূলক করার দাবি দোলার 

চুক্তিভিত্তিক কর্মীদের পাশে তৃণমূল সাংসদ দোলা সেন (Dola Sen)। এই কর্মীদের ক্ষেত্রে শ্রম আইন যথাযথ প্রয়োগ করা হচ্ছে...
Exit mobile version