Wednesday, November 5, 2025

মোদির পর শাহের সভাতেও ডাক পেলেন না দিলীপ, বাড়ছে দূরত্ব! তুঙ্গে জল্পনা

Date:

প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের (Dilip Ghosh) সঙ্গে কি পাকাপাকিভাবে দূরত্ব বজায় রাখতে চাইছে গেরুয়া দল, আলিপুরদুয়ারে নরেন্দ্র মোদির (Narendra Modi) সভার পর কলকাতায় অমিত শাহের (Amit Shah) সভাতেও ডাক না পাওয়ায় দলের সঙ্গে বিজেপির (BJP ) ‘দাবাং’ নেতার সম্পর্কের সমীকরণ নিয়ে চর্চা শুরু রাজনৈতিক মহলের। রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সাংগঠনিক সভা করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এই কর্মসূচিতে শুভেন্দু- সুকান্তরা থাকলেও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ব্রাত্য। আসলে পদ্ম নেতার কাছে যে আমন্ত্রণই যায় নি। তাহলে কি গেরুয়া নেতার সঙ্গে দূরত্ব বাড়াতে চাইছে ভারতীয় জনতা পার্টির শীর্ষ কর্তারা, ইতিমধ্যেই চর্চা শুরু সব মহলে।

দিন কয়েক আগে রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আলিপুরদুয়ারে তাঁর সভায় শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) এবং সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) দেখা মিলেছিল। কিন্তু দিলীপ সেখানে ছিলেন না। এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে খড়্গপুরের প্রাক্তন সাংসদের গলায় খানিকটা অভিমানী সুর ধরা পড়ে । তিনি বলেছিলেন ‘আমি সাধারণ কর্মী, প্রধানমন্ত্রীর পাশে নেতারা থাকবেন।’ এরপর শনিবার রাতে রাজ্যে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দমদম এয়ারপোর্টে তাঁকে স্বাগত জানাতে বঙ্গ বিজেপির ছোট বড় মাঝারি মাপের নেতা-নেত্রীদের দেখা যায়। এখানে যথারীতি দিলীপ ছিলেন না। কিন্তু রবিবারের সভাতেও তাঁকে আমন্ত্রণ না পাওয়াকে হালকাভাবে নিতে রাজি নয় রাজনৈতিক মহল। রবিবার ইকোপার্কে মর্নিং ওয়াকের সময়সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা বলেন, ‘আমাকে যখন দরকার হবে, ডাকা হবে। আমি জানিনা কত জনকে ডাকা হবে। আমি দলের মধ্যে দলের সঙ্গেই আছি। আমি কারোর সঙ্গে দূরতকালেরিনি, কর্মীদের সঙ্গে বসি, চা খাই। এর আগে সব সভাতেই যেতাম। কোর কমিটির বৈঠকে ছিলাম। পার্টি সংগঠনিক রদবদল চলছে, হয়তো যাঁরা নতুন পদাধিকারী হয়েছেন তাঁদের ডাকা হয়েছে।’ দিদির যতই দূরত্ব তৈরি হয়নি বলুন না কেন, আসলে যে ব্যক্তিগত জীবনের কিছু সিদ্ধান্ত এবং মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে জগন্নাথ মন্দির দর্শনের পর থেকেই গেরুয়া নেতারা এড়িয়ে চলছেন দিলীপকে, তা বেশ বোঝা যাচ্ছে। এমনিতেই বঙ্গ বিজেপিতে শুভেন্দু শিবির, সুকান্ত শিবির, দিলীপ শিবির এরকম একাধিক গোষ্ঠী রয়েছে। এবার শাহি সভাতে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির আমন্ত্রণ না পাওয়া, বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ছবিটাই আরও একবার স্পষ্ট করে দিল।

 

Related articles

‘সুফল বাংলা’ থেকে ‘উত্তরণ’: মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই নিউ ইয়র্ক জয় মামদানির!

পরিবর্তনের ডাক। মা-মাটি-মানুষের জন্য স্লোগান। উন্নয়নমূলক পদক্ষেপে নাগরিক স্বাচ্ছন্দে জোর। একের পর এক জনমুখি প্রকল্প ঘোষণা। বাংলায় সাধারণ...

মুখ্যমন্ত্রীর দুয়ারে বিএলও, নিজের এসআইআর ফর্ম নিজেই নিলেন ‘ভোটার’ মমতা বন্দ্যোপাধ্যায় 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে মঙ্গলবারই রাজপথে মিছিল করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন...

মোদিকে জার্সি উপহার ভারতীয় দলের, বিশ্বকাপজয়ীদের সঙ্গে কী কথা বললেন প্রধানমন্ত্রী?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(PM Narendra Modi)সঙ্গে দেখা করলেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রিকেটাররা। টিম ইন্ডিয়ার পক্ষ থেকে একটি জার্সি উপহার...

দিনহাটার সাবেক ছিটমহলে মন্ত্রীর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা, শুরু হল এসআইআর প্রক্রিয়া 

দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি ও করলা এলাকায় গিয়ে এসআইআর (Summary Revision of Electoral Roll) নিয়ে বাসিন্দাদের বোঝালেন উত্তরবঙ্গ...
Exit mobile version