Wednesday, August 20, 2025

বৃষ্টির অজুহাতে ইডেন ব্রাত্য, আহমেদাবাদে বৃষ্টিতেই ম্যাচ পিছোল দুঘন্টা

Date:

যে বৃষ্টির(Rain) অজুহাতে ইডেন(Eden) থেকে ম্যাচ সরেছিল, সেই বৃষ্টিতেই আহমেদাবাদে(Ahmedabad) এবার দু ঘন্টা বন্ধ ম্যাচ। প্রায় তিন সপ্তাহ আগেই আবহাওয়ার আভাস নাকি পেয়ে গিয়েছিল বিসিসিআই(BCCI)। সেই জন্য আইপিএলের গ্রুপপর্ব শেষ হওয়ার আগেই ইডেন গার্ডেন্স থেকে একটা প্লেএফের ম্যাচ এবং ফাইনাল সরিয়ে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল এখানে নাকি সেই সময় আবহাওয়া খারাপ থাকবে। বৃষ্টি হবে। আর সেই কারণেই ম্যাচ সরেছিল। বিসিসিআই(BCCI) কলকাতার আবহাওয়ার আভাস পেলেও, আহমেদাবাদের কী পায়নি? হ্যাঁ এখন এই প্রশ্নটাই কিন্তু ওঠাটা স্বাভাবিক।

নিয়ম মাফিক শেষবারের চ্যাম্পিয়নের ঘরের মাঠেই হয় আইপিএলের(IPL) ফাইনাল। সেই মত গতবারের চ্যাম্পিয়ন কেকেআরের ঘরের মাঠে ইডেন গার্ডেন্সেই(Eden) এবারও হওয়ার কথা ছিল ম্যাচ। মাঝে ভারত-পাকিস্তানের অশান্তির জেরে এক সপ্তাহের জন্য স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল। এরপর পরিবর্তিত সূচী অনুযায়ী আইপিএল শুরু হয়। কিন্তু হঠাত্ই ভেন্যু বদলে দেওয়ার সিদ্ধান্ত। কলকাতা থেকে ফাইনাল ও একটি প্লেঅফ সরে যায় আহমেদাবাদে।

বিসিসিআইয়ের অবশ্য একটা অজুহাতও ছিল। তারা নাকি আগে থেকেই আবহাওয়ার আভাস পেয়ে গিয়েছিলেন। জেনে গিয়েছিলেন কলকাতায় বৃষ্টি হবে। সেইজন্যই আহমেদাবদে ম্যাচ। কিন্তু সেখানেও বিপত্তি। এত ঢাকঢোল পিটিয়ে যে রাজ্যে ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হল, সেখানেই প্রবল বৃষ্টিতে(Rain) নির্ধারিত সময়ে ম্যাচই শুরু করা গেল না। সাড়ে সাতটার ম্যাচ শুরু হল প্রায় দশটার সময়। একটা সময় তো মনে হচ্ছিল মাঠ আদৌ শুকাবে কিনা।

যদিও শেষপর্যন্ত ম্যাচ শুরু হয়। কিন্তু সেই ম্যাচে শেষ হতে হতে মাঝরাত পাড় করে দেবে। এমন পরিস্থিতিতে ইডেন থেকে ম্যাচ সরিয়ে বাংলাকে বঞ্চিত করার রাজনৈতিক অভিসন্ধির কথাই তো উঠে আসা স্বাভাবিক। কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এমনভাবে ম্যাচ সরানো নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। এর পিছনে যে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে, তেমনই সন্দেহ প্রকাশ করেছিলেন তিনি। একইরকম কথা শোনা গিয়েছিল ক্রীড়ামন্ত্রীর মুখেও।

বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত নিয়ে এখন সোশ্যাল মিডিয়া জুড়ে জোর গুঞ্জনও শুরু হয়ে গিয়েছে। ফাইনালেও যে এমনই একটা দৃশ্য ফের দেখা যাবে না, তা কিন্তু একেবারেই নিশ্চিত ভাবে বলা যায় না।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version