Tuesday, December 2, 2025

মুখ্যমন্ত্রীর উন্নয়ন এগিয়ে রাখছে আলিফাকে, কালীগঞ্জে জোরকদমে প্রচার তৃণমূলের

Date:

Share post:

বিরোধী প্রার্থীর নাম সবে ঘোষণা হয়েছে। এখনও নমিনেশনে জমা দিতে পারেননি তাঁরা। অন্যদিকে তৃণমূল প্রার্থীর প্রচার চলছে জোরকদমে। রবিবার ছুটির দিন নির্বাচনী প্রচারের শুরুতেই বাড়ি বাড়ি ঘুরে প্রচার সারলেন কালীগঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। প্রথমে পলাশি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নতুনপাড়া থেকে বাড়ি বাড়ি ঘুরে প্রচার অভিযান শুরু করেন তিনি। এর পর দাসপাড়া, আশাপাড়া, পাণ্ডবপাড়া, পলাশি নতুন দেওড়া তেজনগর হয়ে আরামডাঙা পর্যন্ত প্রচার অভিযান চালান গোটা দুপুর।

জামাইষষ্ঠীর দিন প্রায় প্রত্যেক বাড়িতেই অতিথিদের আগমন ঘটার সুযোগকে কাজে লাগিয়ে বাড়ি বাড়ি ঘুরে প্রচার সারেন আলিফা। কখনও কচিকাঁচাদের কোলে তুলে নিলেন। কখনও বা প্রবীণ মানুষদের সঙ্গে গল্পগুজব সারলেন। পাশাপাশি এলাকায় কী কী সমস্যা আছে তাও খুঁটিয়ে খুটিয়ে জেনে নিলেন। প্রচারের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন এলাকার ব্লক সভাপতি দেবব্রত মুখোপাধ্যায়। রোড ম্যাপ থেকে শুরু করে কোথায় কখন কীভাবে যাবেন ও প্রচার সারবেন প্রার্থী আলিফা সে সব দায়িত্বও সামলাচ্ছেন তিনি। সঙ্গে রয়েছেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর এবং এলাকার পঞ্চায়েত সমিতির সভাপতি শেফালি খাতুন-সহ জলের অন্যান্য নেতৃত্ব। যেখানেই যাচ্ছেন সেখানেই এলাকার মানুষ কখনও মালা পরিয়ে দিচ্ছেন। কখনও ফুল ছড়িয়ে বরণ করে নিচ্ছেন স্নেহ ও আদরের লালসাহেবের মেয়েকে।

এলাকার জনপ্রিয় মানুষ হিসেবে প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ ওরফে লালসাহেবের ছায়া এখানকার সর্বত্র জুড়ে আছে। এলাকার মানুষের মতে, বাবা যেমন মৃদুভাষী ও ভীষণ ভদ্র মানুষ ছিলেন, এলাকার সকলের কথা মন দিয়ে শুনতেন, সকলকে নিয়ে একসঙ্গে চলতেন, তাঁর মেয়ে আলিফাও ঠিক তেমনই মিষ্টভাষী, সুন্দর ব্যবহার। মানুষের সঙ্গে তাঁর মিলেমিশে যাওয়ার অদ্ভূত প্রবণতা আছে বাবার মতোই। তৃণমূল প্রার্থী আলিখা তাঁর বাবার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার প্রতিশ্রুতিও নিচ্ছেন। এলাকার রাজনৈতিক মহলের মতে, সংখ্যালঘু এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের সিম্বলই যথেষ্ট জয়ের জন্য। এক্ষেত্রে তার সঙ্গে রয়েছে লালসাহেবের ছায়া। ফলে এই বিধানসভায় তৃণমূল প্রার্থীর অবস্থা ঠিক যেন সোনায় সোহাগা।

আরও পড়ুন – অতিবৃষ্টির জেরে ভূমিধসে বিপর্যস্ত উত্তর সিকিম! আটকে ১৫০০ পর্যটক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বুধেই ভাগ্য নির্ধারণ! বাংলাদেশে বসে ফেরার অপেক্ষায় অন্তঃসত্ত্বা সোনালি

বাংলাদেশে নির্দোষ প্রমাণিত হয়েছেন। ফলে জেলমুক্তি ঘটেছে। কিন্তু নিজের দেশে, নিজের ঘরে ফেরা কবে? আজও জানেন না বীরভূমের...

প্রশাসনিক গতি ফেরাতে যাদবপুরে দুই মাসের অস্থায়ী রেজিস্ট্রার সেলিম বক্স মন্ডল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার শূন্য থাকার কারণে বিঘ্নিত হচ্ছিল। কর্মসমিতির বৈঠক হলেও রেজিস্ট্রার অনুপস্থিত থাকায়...

শিল্প সম্মেলন থেকে কনক্লেভ: শিল্পের উন্নয়ন-খতিয়ানের সঙ্গে সূচি প্রকাশ মুখ্যমন্ত্রীর

কেন্দ্রের নির্দেশে নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর-এর কারণে নাজেহাল প্রশাসনিক আধিকারিকরা। শহর থেকে প্রত্যন্ত এলাকায় ভোটার তালিকা তৈরির...

বিবাদিবাগে সরে যাচ্ছে সিইও দফতর, ভোটের আগেই নজরদারিতে কড়াকড়ি

চলতি মাসের মধ্যেই নতুন দফতরে সরে যাচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) অফিস। কমিশন সূত্রে খবর, বিবাদিবাগে শিপিং...