Friday, January 16, 2026

১৮তম আইপিএল, বিরাটের আইকনিক ১৮ নম্বর জার্সি, কোহলির হাতেই ট্রফি?

Date:

Share post:

আগামী মঙ্গলবার আইপিএলের(IPL) ফাইনাল। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। মুম্বই ইন্ডিয়ান্স নাকি পঞ্জাব কিংস(PBKS), কাদের বিরুদ্ধে বেঙ্গালুরু ফাইনালে খেলবে সেটা ঠিক হয়ে যাবে এই রবিবারই। কিন্তু তার আগেই সোশ্যাল মিডিয়াতে শুরু হয়ে গিয়েছে নানান গুঞ্জন। অনেকেই বলতে শুরু করেছে এবার ১৮ তম আইপিএল। আর বিরাটের(Virat Kohli) গায়ে আইকনিক ১৮ নম্বর জার্সি। তাঁর হাতেই নাকি উঠতে চলেছে এবারের আইপিএল(IPL) ট্রফিটা। দুটো সংখ্যা মিলে যাওয়াতেই নেট পাড়াতে এমন নানান গুঞ্জন আরম্ভ হয়ে গিয়েছে।

এবারের আইপিএল(IPL) শুরু হওয়ার পর থেকেই এমন নানান কথাবার্তা শোনাযাচ্ছে নেটিজেনদের মুখে। বিশেষ করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB) ফাইনালে পৌঁছে যাওয়ার পর সেই আলোচনার মাত্রাটাও আরও বেড়েছে। আসলে কিছুই নয়, বিরাটের(Virat Kohli) জার্সি এবং আইপিএলের বছর। দুটোই যে এবার মিলে গিয়েছে। সেই কারণে অনেকেই ভাবতে শুরু করেছে এবার বিরাটের(Virat Kohli) হাতেই উঠতে চলেছে আইপিএলের ট্রফিটা।

যদিও শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। তবে যেভাবে এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পারফরম্যান্স করছে, তাতে সকলেরই প্রত্যাশার পারদটা চড়তে শুরু করেছে। বিশেষ বিরাট কোহলিও যেন এবার আইপিএলের ট্রফিটা পেতে মরিয়া হয়ে রয়েছেন। কারণ সবকিছু পেলেও, এই ট্রফিটা এখনও পর্যন্ত পাননি তিনি।

১৮ তম আইপিএল শুরু হওয়ার পর থেকেই বিরাটের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার আশা দেখতে পাচ্ছেন সকলে। বিশেষ করে বিরাটের আইকনিক ১৮ নম্বর জার্সি। দুটো সংখ্যাই যখন মিলে গিয়েছে, তখন বিরাটের হাতে ট্রফিও দেখতে পাচ্ছেন অনেকে। যদিও এটা একেবারেই নেট পাড়ার জল্পনা। অনেকে আবার বলছে এবার নাকি আরসিবি জিতে বসেই আছে। না মাঠে এখনও খেলা হয়নি। ফাইনালের ম্যাচও বাকি রয়েছে। ভক্তরা ভাবতেই পারেন। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

spot_img

Related articles

চলো বিজেপি তাড়াই! লোকগানের সুরে অভিনব প্রতিবাদে কবীর সুমন

সুরের জাদুতেই কি এবার রাজনীতির লড়াই? সোশ্যাল মিডিয়ায় কবীর সুমনের সাম্প্রতিক একটি ভিডিও ঘিরে এমনই জল্পনা তুঙ্গে উঠেছে।...

নন্দীগ্রামে সেবাশ্রয়ে অভিষেক, শহিদ পরিবারের পাশে থাকার আশ্বাস

নন্দীগ্রামের কাছের মানুষ হয়ে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার নন্দীগ্রামে সেবাশ্রয় কর্মসূচি থেকে শহিদ পরিবারের পাশে থাকার...

আড়াই মাসে প্রায় ৩০ লক্ষ টন, খরিফে ধান সংগ্রহে গতি রাজ্যের

রাজ্য খাদ্য দফতরের ধান সংগ্রহ অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি। চলতি খরিফ মরসুমে সরকারি সহায়ক মূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের...

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত ২! আত্মঘাতী বিএলও 

এসআইআর শুনানি ও অতিরিক্ত কাজের চাপকে কেন্দ্র করে রাজ্যে মৃত্যুর ঘটনা থামছেই না। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও লালগোলায়...