১৮তম আইপিএল, বিরাটের আইকনিক ১৮ নম্বর জার্সি, কোহলির হাতেই ট্রফি?

Date:

Share post:

আগামী মঙ্গলবার আইপিএলের(IPL) ফাইনাল। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। মুম্বই ইন্ডিয়ান্স নাকি পঞ্জাব কিংস(PBKS), কাদের বিরুদ্ধে বেঙ্গালুরু ফাইনালে খেলবে সেটা ঠিক হয়ে যাবে এই রবিবারই। কিন্তু তার আগেই সোশ্যাল মিডিয়াতে শুরু হয়ে গিয়েছে নানান গুঞ্জন। অনেকেই বলতে শুরু করেছে এবার ১৮ তম আইপিএল। আর বিরাটের(Virat Kohli) গায়ে আইকনিক ১৮ নম্বর জার্সি। তাঁর হাতেই নাকি উঠতে চলেছে এবারের আইপিএল(IPL) ট্রফিটা। দুটো সংখ্যা মিলে যাওয়াতেই নেট পাড়াতে এমন নানান গুঞ্জন আরম্ভ হয়ে গিয়েছে।

এবারের আইপিএল(IPL) শুরু হওয়ার পর থেকেই এমন নানান কথাবার্তা শোনাযাচ্ছে নেটিজেনদের মুখে। বিশেষ করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB) ফাইনালে পৌঁছে যাওয়ার পর সেই আলোচনার মাত্রাটাও আরও বেড়েছে। আসলে কিছুই নয়, বিরাটের(Virat Kohli) জার্সি এবং আইপিএলের বছর। দুটোই যে এবার মিলে গিয়েছে। সেই কারণে অনেকেই ভাবতে শুরু করেছে এবার বিরাটের(Virat Kohli) হাতেই উঠতে চলেছে আইপিএলের ট্রফিটা।

যদিও শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। তবে যেভাবে এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পারফরম্যান্স করছে, তাতে সকলেরই প্রত্যাশার পারদটা চড়তে শুরু করেছে। বিশেষ বিরাট কোহলিও যেন এবার আইপিএলের ট্রফিটা পেতে মরিয়া হয়ে রয়েছেন। কারণ সবকিছু পেলেও, এই ট্রফিটা এখনও পর্যন্ত পাননি তিনি।

১৮ তম আইপিএল শুরু হওয়ার পর থেকেই বিরাটের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার আশা দেখতে পাচ্ছেন সকলে। বিশেষ করে বিরাটের আইকনিক ১৮ নম্বর জার্সি। দুটো সংখ্যাই যখন মিলে গিয়েছে, তখন বিরাটের হাতে ট্রফিও দেখতে পাচ্ছেন অনেকে। যদিও এটা একেবারেই নেট পাড়ার জল্পনা। অনেকে আবার বলছে এবার নাকি আরসিবি জিতে বসেই আছে। না মাঠে এখনও খেলা হয়নি। ফাইনালের ম্যাচও বাকি রয়েছে। ভক্তরা ভাবতেই পারেন। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

spot_img

Related articles

নাকভিকে তুলোধনা বিসিসিআইয়ের, সম্মানের সঙ্গে ট্রফি চায় ভারত

এশিয়া কাপের (Asia  Cup)  ট্রফি নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত চরমে। মঙ্গলবার  এসিসির বৈঠকে উত্তপ্ত হয়ে উঠল এই...

জয় দিয়েই বিশ্বকাপের সূচনা হরমনপ্রীতদের, চিন্তা থাকল ব্যাটিং নিয়ে

জয় দিয়ে একদিনের মহিলা বিশ্বকাপের সূচনা করল ভারত। গুয়াহাটিতে প্ৰথম ম্যাচে শ্রীলঙ্কাকে ডিএলএসে ৫৯ রানে হারাল ভারত।ম্যাচে টস...

শ্রেয়ার সুরেই বিশ্বকাপের বোধন, উদ্বোধনী অনুষ্ঠানে শ্রদ্ধায় স্মরণ প্রয়াত জুবিনকেও

মহাষ্টমীতেই  মহিলা বিশ্বকাপের (ICC Women WC) বোধন হল শ্রেয়া ঘোষালের গানের সুরে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে...

নাকভির নয়া শর্ত, এসিসির বৈঠকেই এশিয়া কাপ ট্রফি চাইবে বিসিসিআই

এশিয়া কাপ (Asia  Cup) শেষ হলেও বিতর্ক থামছে না। ফাইনাল শেষে  পাকিস্তানের মন্ত্রী তথা এসিসি চেয়ারম্যান মহসিন নাকভির হাত...