আগামী ২৫ জুন থেকে শুরু হচ্ছে এবারের সিএফএল(CFL)। বেশ কয়েকদিন আগেই কলকাতা প্রিমিয়ার লিগের গ্রুপ বিন্যাস হয়ে গিয়েছে। একই গ্রুপে এবার পড়েছে ইস্টবেঙ্গল(Eastbengal) ও মোহনবাগান(Mohunbagan)। এবার প্রতিযোগিতা শুরুর দিনও ঠিক করে ফেলল রাজ্য ফুটবল সংস্থা। আগামী ২৫ জুন থেকেই শুরু হতে চলেছে নতুন মরসুমের সিএফএল(CFL)। যদিও পুরোপুরি সূচী এখনও পর্যন্ত জানানো হয়নি। ডার্বি কবে হবে তা নিয়েই এখন চলছে জল্পনা।
বিতর্কের মাঝেই এবাররের সিএফএল(CFL) প্রিমিয়ারের গ্রুপ বিন্যাস করেছে আইএফএ(IFA)। সেখানেই এবার এক গ্রুপে পড়েছে ইস্টবেঙ্গল এবং মোহবনবাগান। যদিও আইএফএ-র এই গ্রুপ বিন্যাস নিয়েও জোরকদমে চলছে বিতর্ক। কারণ এখনও পর্যন্ত গত মরসুমের চ্যাম্পিয়ন ঘোষণা করতে পারেনি আইএফএ। তার মাঝেই নতুন মরসুমের গ্রুপ বিন্যাস নিয়ে নানান সমালোচনা চলছেই।
এরই মাঝে অবশ্য নতুন মরসুমে সিএফএল প্রিমিয়ারের দিন কার্যত ঠিক করে ফেলেছে আইএফএ। এই মাসেরই আগামী ২৫ তারিখ থেকে শুরু হতে চলেছে এবারের সিএফএল প্রিমিয়ার। যদিও সূচী এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। কয়েকদিনের মধ্যেই ঘোষণা করে দেওয়া হবে সেই সূচীও। এই মুহূর্তে ডার্বির দিকেই যে সকলের নজর তা বলার অপেক্ষা রাখে না।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–