Thursday, August 21, 2025

লাচেনে প্রাণঘাতী ধস: নিহত ৩ সেনা, নিখোঁজ ৬, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ

Date:

ভয়াবহ ভূমিধসে সিকিমের (Sikim) লাচেন জেলায় চাতেনের সেনা ক্যাম্পে ((Army Camp) অন্তত তিন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। প্রতিরক্ষা দফতর জানিয়েছে, নিহত হয়েছেন হাবিলদার লখবিন্দর সিং, ল্যান্স নায়েক মুনিশ ঠাকুর ও পোর্টার অভিষেক লাখাড়া। এখনও নিখোঁজ ছজন। প্রবল বৃষ্টিপাতের জেরে রবিবার সন্ধে ৭টা নাগাদ এই বিপর্যয় ঘটে।

লাচেন জেলার দুর্গম পাহাড়ি অঞ্চলে থাকা চাতেন সেনা (Army) ছাউনি ধসে চাপা পড়ে যায়। তৎক্ষণাৎ উদ্ধার অভিযান শুরু করে ভারতীয় সেনা। দুর্গম ভূপ্রকৃতি, প্রবল বৃষ্টি ও কাদা-বালির স্তূপে জর্জরিত হয়ে পড়া এলাকায় সেনার উদ্ধারকারীরা দিনরাত এক করে খুঁজে চলেছেন নিখোঁজ ছজনকে।

প্রতিরক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, চারজনকে ইতিমধ্যেই অল্প চোট নিয়ে উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজদের বাঁচাতে সমস্ত রকম চেষ্টা চলছে। উদ্ধার অভিযানে ব্যবহৃত হচ্ছে বিশেষ যন্ত্রপাতি ও প্রশিক্ষিত দল।

এই মর্মান্তিক ঘটনার পর সেনা পরিবারের প্রতি গভীর শোকপ্রকাশ করেছে ভারতীয় সেনা। শহিদদের প্রতি সম্মান জানিয়ে বলা হয়েছে, তাঁদের ত্যাগ দেশের সামনে এক উদাহরণ হয়ে থাকবে। নিখোঁজদের খোঁজে চলা অভিযানে সেনা কর্তৃপক্ষ পূর্ণ গুরুত্ব দিচ্ছে বলে জানানো হয়েছে।

প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও সেনার দায়িত্বশীলতা ও তৎপরতা তাঁদের আত্মনিবেদন এই ঘটনায় আরও একবার স্পষ্ট হয়েছে বলে মন্তব্য প্রতিরক্ষা দফতরের।

Related articles

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...
Exit mobile version