Saturday, August 23, 2025

ভারতের ধাঁচে রুশ আকাশে একসঙ্গে চার বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন হামলা ইউক্রেনের 

Date:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এবার যেন নতুন মোড়। ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের ছায়া মেলে এবার ইউক্রেন চালাল নজিরবিহীন পাল্টা আঘাত। সূত্রের খবর, ইউক্রেনের সিকিয়োরিটি সার্ভিস বা এসবিইউ একযোগে রাশিয়ার চারটি বায়ুসেনা ঘাঁটি লক্ষ্য করে চালিয়েছে আত্মঘাতী ড্রোন হামলা। এই হামলায় অন্তত ৪১টি রুশ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে দাবি কিয়েভের।

বিশেষজ্ঞরা বলছেন, এটি রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত সবচেয়ে বড় আকাশপথে হামলা। ‘পাভুতিনা’ (মানে মাকড়সার জাল) নামে একটি গোপন অপারেশনের মাধ্যমেই এই হামলা চালানো হয়েছে। এক লাখি মূল্যের ছোট ড্রোন কীভাবে কোটি কোটি টাকার রুশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ঠকিয়ে দিল, তা নিয়ে রীতিমতো শোরগোল আন্তর্জাতিক মহলে।

ড্রোনগুলো কন্টেনার থেকে নিঃশব্দে আকাশে উড়ে গিয়ে রাশিয়ার টিইউ-৯৫, টিইউ-২২এম এবং এ-৫০ মডেলের যুদ্ধবিমানে আঘাত হানে। সম্প্রতি ইউক্রেনে হামলা চালানো এই বোমারু বিমানগুলিই ছিল লক্ষ্যবস্তু।

ড্রোন হামলার পরবর্তী ক্ষয়ক্ষতি সামাল দিতে ব্যস্ত রাশিয়া। সেনা ও সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে। পালটা হামলার প্রস্তুতিতে ইতিমধ্যেই রুশ প্রতিরক্ষা দফতরে জরুরি বৈঠক শুরু হয়েছে। সূত্রের খবর, ড্রোনের উৎক্ষেপণস্থলও চিহ্নিত করে সেটিকে ধ্বংস করেছে রুশ সেনা।

এই হামলার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এক নতুন পর্যায়ে প্রবেশ করল বলেই মনে করছেন কূটনীতিক মহল। ড্রোন যুদ্ধের এই ‘গেমচেঞ্জার’ ধারা ভবিষ্যতে ইউরোপীয় নিরাপত্তা ও সামরিক কৌশলে বড় প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা বিশ্লেষকদের।

আরও পড়ুন – অপারেশন সিন্দুর পরবর্তী পরিস্থিতি নিয়ে বিশেষ অধিবেশনের দাবি বিরোধী জোটের! নেতৃত্বে তৃণমূল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version