Tuesday, November 4, 2025

টি২০-তে ফোকাস করতে ওডিআইকে বিদায় গ্লেন ম্যাক্সওয়েলের

Date:

২০২৬ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup)। সেই কথা মাথায় রেখেই বড় সিদ্ধান্ত গ্লেন ম্যাক্সওয়েলের(Glenn Maxwell)। ওডিআই ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সাফল্যের অন্যতম নেপথ্য কারিগড় ছিলেন এই তারকা ক্রিকেটার। সেখানে দ্বিশতরানও ছিল ম্যাক্সওয়েলের(Glenn Maxwell) ঝুলিতে। এবার সেই ফর্ম্যাটকেই বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার অস্ট্রেলিয়ার(Australia) জার্সিতে ওডিআই ফর্ম্যাটে নেমেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু সেখানে নিজের সেরা পারফরম্যান্স দিতে ব্যর্থ হয়েছিলেন ম্যডম্যাক্স। সেই সময়ই নাকি সিদ্ধান্তটা কার্যত নিয়ে ফেলেছিলেন। এছাড়াও ওডিআই ক্রিকেটের যে ধকল হয়, তাও নাকি এখন আর নিতে পারছেন না তিনি। সেই কথা মাথায় রেখেই ওডিআই ফর্ম্যাট থেকে বিদায় নিলেন গ্লেন ম্যাক্সওয়েল(Glenn Maxwell)।

ম্যাক্সওয়েল জানিয়েছেন, “আমি অনুভব করতে পেরেছিলাম যে দলকে খানিকটা হলেও আমিই হয়ত পিছিয়ে দিচ্ছি। আমি নির্বাচক কমিটির চেয়ারম্যানের জর্জ বেইলির সঙ্গে কথা বলেছিলাম এবং তাঁকেই জিজ্ঞাসা করেছিলাম আগামী দিনে আমরা কেমনভাবে এগোতে চলেছি। সেখানেই ২০২৭ ওডিআই বিশ্বকাপ নিয়ে কথা হয়েছিল এবং আমি তাঁকে জানিয়ে দিয়েছিলাম যে সেই প্রতিযোগিতায় আমার পক্ষে খেলা সম্ভব নয়। আমার জায়গায় নতুন কোনও ক্রিকেটারকে নিয়ে আসার পরিকল্পনাই এখন থেকে শুরু করে দেওয়া উচিৎ”।

এবারের আইপিএলেও সেভাবে নিজের পারফরম্যান্স প্রদর্শন করতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার হয়ে ১৪৯টি ওডিআই ম্যাচে ৩৯৯০ রান রয়েছে গ্লেন ম্যাক্সওয়েলের। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও সাফল্য রয়েছে তাঁর। ৭৭টি উইকেট রয়েছে তাঁর, সেইসঙ্গে চারবার ৪ উইকেটও রয়েছে এই তারকা ক্রিকেটারের ঝুলিতে। এবার সেই ফর্ম্যাট থেকেই বিদায় নিলেন গ্লেন ম্যাক্সওয়েল।

Related articles

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...

পাখির চোখ মহিলা ভোটব্যাঙ্ক: ক্ষমতায় এলে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি তেজস্বীর

পথিকৃত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন ভাবে দিচ্ছে দেশের অন্যান্য কয়েকটি রাজ্যের...

প্রয়াণ দিবসে সুব্রতকে স্মরণ, দীর্ঘদিনের সৈনিককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

দক্ষ প্রশাসক, বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের( Subrata Mukharjee) আজ প্রয়াণ দিবস। তাঁর প্রয়াণ দিবসে উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও...
Exit mobile version