Thursday, August 21, 2025

গুজরাটের মাটিতে পঞ্জাবের ভাংড়া, মুম্বইকে উড়িয়ে ফাইনালে ‘বিরাট’ বধের লক্ষ্য শ্রেয়সদের

Date:

চলতি মরশুমে নতুন আইপিএল (IPL 2025) চ্যাম্পিয়ন পেতে চলেছে ভারতীয় ক্রিকেট মহল। কোয়ালিফায়ার ওয়ানে থাকা দুই দল ফের একবার মুখোমুখি হতে চলেছে ফাইনালে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস (RCB vs PBKS)- দুই দল এর আগে কখনও আইপিএলের খেতাব জেতেনি। মঙ্গলবার (আগামী ৩ জুন) ইতিহাস গড়ে ট্রফি জয়ের লক্ষ্যে মাঠে নামবেন বিরাট-পাতিদাররা। আর সেখানেই দেখা হবে পুরনো প্রতিদ্বন্দ্বী পঞ্জাব কিংসের সঙ্গে। কাপ জেতার খিদে তাদেরও যে কম নয়। রবি থেকে শুরু সোমে শেষ, দুদিন ধরে একটা ম্যাচ খেলে দলকে একাই ফাইনালে তুলেছেন শ্রেয়স আইয়ার (Shreyash Iyer)। গতবার কলকাতা নাইট রাইডার্সকে জেতানোর পর এই মরশুমে প্রথমবারের জন্য পঞ্জাব কিংসকে কি আইপিএল উপহার দিতে পারবেন তিনি? পিকচার আভি বাকি হ্যায়। রবিবার বৃষ্টির কারণে আইপিএলের কোয়ালিফায়ার ২ শুরু হয় নির্ধারিত সময়ের ২ ঘণ্টা ১৫ মিনিট পর। মুম্বই ইন্ডিয়ান্স এর বিরুদ্ধে সেই ম্যাচ জিতে ফাইনালে উঠল পঞ্জাব কিংস (Punjab Kings beat Mumbai Indians)। ফের একবার নিজের জাত জানালেন শ্রেয়স।

কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে হেরে যাওয়ার পর আইয়ার বলেছিলেন, “লড়াই হেরেছি যুদ্ধ নয়”। আক্ষরিক অর্থেই যে তিনি সেই কথাকে মনে মনে বিশ্বাস করেছিলেন তার প্রমাণ মিলল রবিবারের ম্যাচে। রাত ৯.৪৫ মিনিটে যখন খেলা শুরু হয়, তখন মুম্বইয়ের ক্রিকেটারদের দেখা যায় স্বমেজাজে। প্রথমে ব্যাট করে রোহিত শর্মা (Rohit Sharma) শুরুতেই আউট হয়ে যান। জনি বেয়ারস্টো (৩৮) এবং তিলক বর্মা (৪৪) মিলে ৫১ রানের জুটি গড়েন। সূর্যকুমার যাদবও ৪৪ রান করেন। সব মিলিয়ে পঞ্জাব কিংসকে ২০৪ রানের টার্গেট দেয় পাঁচবারের চ্যাম্পিয়ন দল। মুম্বইয়ের বিরুদ্ধে এর আগে কোনও দল ২০০ রান তাড়া করে জিততে পারেনি। কিন্তু কথাতেই আছে ক্রিকেটে অসম্ভব বলে কিছু হয় না আর সেটাই সত্যি করে দেখাল প্রীতি জিন্টার দল। শ্রেয়স একা হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জেতালেন। ৮৭ রান করে অপরাজিত রইলেন আর বুঝিয়ে দিলেন যুদ্ধ এখনও শেষ হয়নি। এবার বিরাট বাহিনী বধের লক্ষ্য আইপিএলের অষ্টাদশ সিজনে ফাইনাল খেলতে নামবে পঞ্জাব কিংস।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version