ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে নারী নিরাপত্তা যেন সোনার পাথরবাটি হয়ে গিয়েছে। বিশেষ করে উত্তরপ্রদেশ, গুজরাত, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অসমের মতো একের পর এক বিজেপিশাসিত ডবল ইঞ্জিন রাজ্যে নারীদের উপর ঘটা অত্যাচার তো নিত্যনৈমিত্তিক ঘটনা। অধিকাংশ ঘটনাতেই দেখা যাচ্ছে জড়িত রয়েছেন বিজেপির নেতা-কর্মীরা। এই লজ্জা কোথায় রাখবে বিজেপি (BJP)? অবিজেপি রাজ্যগুলির দোষ খুঁজতে গিয়ে নিজেদের সরকারচালিত রাজ্যেই যে গোড়ায় গলদ সেদিকেই নজর দিতে ভুলে যাচ্ছে পদ্মশিবির। বিজেপির ‘ডবল ইঞ্জিন’ রাজ্য অসমে (Assam) ৭বছরের শিশুকন্যাকে ঘুমন্ত অবস্থায় বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে গণধর্ষণ করে খুন করে নরপিশাচরা।
নারী সুরক্ষার পাশাপাশি শিশুদের নিরাপত্তাও যে বিজেপি (BJP)-শাসিত রাজ্যগুলিতে তলানিতে তা আর নতুন করে বলে দিতে লাগে না। কোনও আইন নেই, প্রশাসনের সক্রিয়তা নেই। নরখাদকের লালসার হাত থেকে মুক্তি নেই ছোট ছোট প্রাণগুলির। এখানেই শেষ নয়। প্রথমে ধর্ষণ, তারপর সারা শরীরে ছুরিকাঘাত। সেই ২৬ মে থেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া ১১ বছরের ছোট্ট মেয়েটা চিকিৎসা পর্যন্ত পেল না। ভর্তি না নিয়ে হাসপাতালের সামনে অ্যাম্বুল্যান্সে ৪ ঘণ্টা ধরে বসিয়ে রাখা হল। শেষে প্রাণটাই চলে গেল। এই নৃশংস ঘটনার সাক্ষী থাকল বিজেপির মাতব্বররা। কিন্তু তারপরেও মুখে কুলুপ মোদি-শাহদের। ঘটনাস্থল বিহারের মুজফ্ফরপুর। প্রধানমন্ত্রীর ‘রাজনৈতিক বন্ধু’ নীতীশ কুমারের বিহার। ধর্ষণের শিকার হওয়া মেয়েটি চিকিৎসার সুযোগটুকুও পেল না। এরপরেও কি লজ্জা করে না মোদিজি? নিরাপত্তা আর চিকিৎসা-দু’টোতেই ডাহা ফেল বিজেপি বন্ধু-রাজ্যের প্রশাসন। এরপরও আপনি নির্লজ্জের মতো বিহারে গিয়ে ভোট ভিক্ষা করবেন?
How much lower will @BJP4India sink?
A MINOR GIRL was raped in Bihar, then left to die in an ambulance outside PMCH, waiting FOUR HOURS for a hospital bed that never came. This isn’t just failure, this is INSTITUTIONAL MURDER. @NCWIndia, does outrage only matter when it fits… pic.twitter.com/0cwtBiLVKJ
— All India Trinamool Congress (@AITCofficial) June 2, 2025
বাংলাকে বিপর্যস্ত করার জন্য ভিত্তিহীন অভিযোগ এনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পদত্যাগের দাবি তোলে বিজেপি, তাহলে এখন হিমন্ত বিশ্বশর্মার মতো বিজেপির ‘মাতব্বর মুখ্যমন্ত্রী’ পদত্যাগ করবেন না? ব্যর্থতার দায় স্বীকার করবেন না? নাকি ‘যত অপরাধ অবিজেপি রাজ্যে’ বলে দায় সারবেন মোদিজি? আগে নিজেদের রাজ্যের জঞ্জাল দূর করুন প্রধানমন্ত্রী। বাংলার মা-বোনেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সুশাসনে সুরক্ষিত আছেন।
–
–
–
–
–
–
–
–
–
–
–