Wednesday, August 20, 2025

ছবির অপব্যবহারের জঘন্য নোংরামির কড়া জবাব তৃণমূলের, ফাঁস কুৎসাকারীর অতীত

Date:

ছবির অপপ্রয়োগ করে কুৎসায় নেমে পড়েছে এক দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে বিকৃত ইঙ্গিতপূর্ণ কুৎসিত প্রচার করছে তারা। বিজেপি ও বিরোধীদের একাংশ সেইসব কুৎসাকারীকে ‘স্পনসর’ করছে। ছবির অপব্যবহার করে জঘন্য নোংরামি করা কুৎসাকারীদের  ছবির কড়া জবাব দিল তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেই তৃণমূল ফাঁস করে দিল কুৎসাকারীর নেপথ্যকাহিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়কে যাঁরা নোংরা আক্রমণ করতে নেমেছেন তাঁদের উদ্দেশে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের জবাব, ছবি নিয়ে কৌতূহল? জেনে রাখুন, ছবিতে পুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়। এই ছবির অপপ্রয়োগ করে একাংশ মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে বিকৃত ইঙ্গিতপূর্ণ কুৎসিত প্রচার করছেন। যারা এসব করছেন, তাঁরা জেনে রাখুন, শৈশব থেকে পরিবারে তাঁর লড়াকু জীবন, ভাই-বোনেদের নিয়ে অভিভাবকের ভূমিকা পালন, রাজনীতিতে কত সংগ্রাম করে এগিয়ে চলা, বাংলা তথা ভারতের মানুষ জানেন, গোটা বিশ্বের বাঙালি, প্রবাসী ভারতীয়রা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালবাসেন, সম্মান করেন। এই ছবির অপব্যবহার ও বিকৃত প্রচার যাঁরা করছেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও জরুরি। কুণাল ঘোষ আরও বলেন, যাঁর লেখা একটি বই ব্যবহার করে এত অপপ্রচার, জেনে রাখুন, সেই ব্যক্তির বিরুদ্ধেই বধূ নির্যাতনের অভিযোগ ছিল। অভিযোগ করেছিলেন তাঁর পুত্রবধূ অভিনেত্রী শম্পা ঘোষ, যিনি শত্রুঘ্ন সিনহার ‘অন্তর্জলী যাত্রা’ ছবির নায়িকা। একাধিকবার সংবাদপত্রে সেই খবর হয়েছে। এই অভিযোগ এবং আরও কিছু অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় ওই ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করেন। সেসময় দেখা যায়, সিপিএমের দুই নেতার সঙ্গে ওই ব্যক্তির যোগাযোগ নিবিড় হয়। পুত্রবধূর করা অভিযোগে বামফ্রন্ট সরকারের পুলিশ নিষ্ক্রিয় হয়ে যায়। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করা বই লিখে সিপিএমের গুডবুকে থেকে গ্রেফতারি এড়ান ওই ব্যক্তি। শম্পা ঘোষ যদি ক্যানসারে আক্রান্ত হয়ে অকালমৃতা না হতেন, তাহলে ওই ব্যক্তির কপালে দুঃখ ছিল।

তাঁর আরও সংযোজন, যেসব কুৎসাকারী এই ছবির অপব্যবহার করে বাংলার মুখ্যমন্ত্রীকে মিথ্যা রটনায় বিদ্ধ করতে চাইছেন, ব্যক্তি আক্রমণে সব সীমা লঙ্ঘন করছেন, তাঁরা এসব বাঁদরামি বন্ধ করুন। এইভাবেই তৃণমূল কংগ্রেস বিকৃত কুৎসাকারীদের অপপ্রচারের বিরুদ্ধে জবাব দিয়ে যাবে।

আরও পড়ুন – তপনে হাড়হিম হত্যা! অপহরণ-খুনের পরে যুবকের দেহ গাঁথা দেওয়ালে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মেট্রো টানেলে জল, অফিস টাইমে ব্যাহত পরিষেবা 

মেট্রো টানেলে জল জমে থাকায় বুধের সকালে অফিস টাইমে বন্ধ পাতালরেল পরিষেবা। চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের। যতীন দাস পার্ক...

ঘুরপথে ক্ষমতা দখল করতে কেন্দ্রের স্বৈরাচারী বিল মানবে না ইন্ডিয়া, গর্জন অভিষেকের 

রাজ্যের অধিকার খর্ব করার উদ্দেশ্য নিয়ে আবার একটি স্বৈরাচারী বিল আনতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। বুধবার লোকসভায় সেই...

দিল্লিতে ফের স্কুল ওড়ানোর হুমকি! স্নিফার ডগ নিয়ে চলছে তল্লাশি

সাতসকালে রাজধানীতে চাঞ্চল্য, দিল্লির দুই স্কুলে বোমা হুমকির (Bomb threat in Delhi Schools) জেরে রীতিমতো আতঙ্কিত অভিভাবক -...

টার্গেট বিরোধী মুখ্যমন্ত্রীরা! নয়া সংশোধনী বিল আনছে কেন্দ্র

ভোটের ময়দানে পরাস্ত করতে না পেরে এবার ঘুরপথে বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের টার্গেট করতে চলেছে কেন্দ্র সরকার (Central...
Exit mobile version