Sunday, November 16, 2025

আত্মপ্রকাশ নতুন মহকুমা ফরাক্কার, তৈরি নয়া পদ! সিদ্ধান্ত মন্ত্রিসভায়

Date:

মুর্শিদাবাদ জেলার ফরাক্কা নতুন মহকুমা হিসেবে আত্মপ্রকাশ করছে। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। ফলে জেলাটির প্রশাসনিক কাঠামোয় যুক্ত হল আরও একটি মহকুমা।

নতুন ফরাক্কা মহকুমা গঠিত হচ্ছে ফরাক্কা, সামশেরগঞ্জ, সূতি-১ ও সূতি-২ ব্লক নিয়ে। এতদিন এই চারটি ব্লক জঙ্গিপুর মহকুমার অধীনে ছিল। কিন্তু বিশাল জনসংখ্যা ও বিস্তৃত ভৌগোলিক এলাকা সামলাতে গিয়ে জঙ্গিপুর মহকুমা প্রশাসনের উপর অতিরিক্ত চাপ পড়ছিল। সেই পরিস্থিতিতে প্রশাসনিক কার্যকারিতা বাড়াতে ফরাক্কাকে পৃথক মহকুমা করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

সম্প্রতি মুর্শিদাবাদে অনুষ্ঠিত এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ফরাক্কায় নতুন মহকুমা গঠনের কথা ঘোষণা করেছিলেন। সেই ঘোষণার পরপরই রাজ্য প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। নতুন মহকুমায় প্রশাসনিক পরিকাঠামো গড়ে তুলতে রাজ্য মন্ত্রিসভা ১০৯টি চুক্তিভিত্তিক পদ তৈরির প্রস্তাবেও অনুমোদন দিয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, ফরাক্কার এসডিপিও অফিসেই আপাতত নতুন এসডিও বসবেন এবং সেখান থেকেই মহকুমা স্তরের প্রশাসনিক কাজ পরিচালিত হবে।

জঙ্গিপুর মহকুমায় ইতিমধ্যেই দুটি পৃথক পুলিশ মহকুমা রয়েছে— একদিকে জঙ্গিপুর, অন্যদিকে ফরাক্কা। ফরাক্কা মহকুমা গঠনের ফলে এই পৃথক পুলিশ কাঠামো আরও কার্যকরভাবে প্রশাসনিক সহায়তা করতে পারবে।

নতুন মহকুমা গঠনের ফলে এলাকার বাসিন্দারা আরও দ্রুত ও সহজভাবে প্রশাসনিক পরিষেবা পাবেন বলেই আশা করছে প্রশাসন। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশির হাওয়া বইছে ফরাক্কা ও সংলগ্ন অঞ্চলে।

আরও পড়ুন – ছবির অপব্যবহারের জঘন্য নোংরামির কড়া জবাব তৃণমূলের, ফাঁস কুৎসাকারীর অতীত

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version