Wednesday, August 20, 2025

নতুন এক রেকর্ডের সামনে রয়েছেন শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। পঞ্জাব কিংসকে(PBKS) আইপিএল(IPL) চ্যাম্পিয়ন করতে পারলে এক বিরল রেকর্ড গড়বেন তিনি। সেই লক্ষ্যেই এখন এগিয়ে চলেছেন পঞ্জাব কিংসের অধিনায়ক। মুম্বই ইন্ডিয়ান্সের(MI) বিরুদ্ধে অধিনায়কের মতো ইনিংস। তাঁর হাত ধরেই কার্যত ফাইনালে জায়গা পাকা করে নিয়েছে পঞ্জাব কিংস। কিন্তু কাজ এখনও শেষ হয়নিই বলছেন শ্রেয়স আইয়ার।

গতবার কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন। এবার সেই লক্ষ্যেই পঞ্জাব কিংসকে চ্যাম্পিয়ন করতে চান শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। তিনিই প্রথম অধিনায়ক হিসাবে পরপর দুই মরসুমে আলাদা দুটো দলকে চ্যাম্পিয়ন করার রেকর্ড গড়বেন। শ্রেয়স আইয়ার কিন্তু এখন থেকেই মোটিভেটেড।

মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর পরই সেই কারণে সাফ বার্তা দিয়েছেন শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। এখনও যে তাঁর কাজ শেষ হয়নি সেই কথাই বলে দিয়েছেন পঞ্জাব কিংস অধিনায়ক। শ্রেয়স আইয়ার জানিয়েছেন, “কাজ এখনও অর্ধেকটা বাকি রয়েছে। আপাতত এই মুহূর্তগুলো উপভোগ করছি। কিন্তু এরপরই সবচেয়ে বড় ম্যাচ, সেদিকেই নজর রয়েছে”।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরাট রানের বিরুদ্ধে পঞ্জাব কিংস যখন একের পর এক উইকেট খুইয়ে চাপে পড়ে গিয়েছে। সেই সময় দলের হাল ধরেছিলেন শ্রেয়স আইয়ার। কার্যত একা হাতেই দলকে টেনে নিয়ে যান। সময় যতক এগোয় ততই ভয়ঙ্কর হয়ে ওঠেন শ্রেয়স আইয়ার। ৮৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন শ্রয়েস। এক ওভার বাকি থাকতেই সেই ম্যাচ জিতে নিয়েছিল পঞ্জাব কিংস।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version