ফ্লয়েডের খুনের নৃশংসতা অস্ট্রেলিয়াতে, পুলিশের হাঁটুর চাপে কোমায় ভারতীয় বংশোদভূত যুবক!

Date:

Share post:

২০২০ সালের জর্জ ফ্লয়েড খুনের স্মৃতি উস্কে ফের পুলিশি অত্যাচার! হাঁটু দিয়ে মাটিতে চেপে গলা ধরার সেই ভয়াবহ দৃশ্য ফের ধরা পড়ল অস্ট্রেলিয়ার (Australia) রাস্তায়। পুলিশের হাঁটুর ফাঁকে প্রাণপণে চিৎকার করছেন এক যুবক, “আমি কোনও ভুল করিনি।” কিন্তু পুলিশ তখন আরও নির্মমভাবে বলপ্রয়োগ করছেন। এবার আক্রান্ত এক ভারতীয় বংশোদ্ভূত যুবক। নাম গৌরব কুন্ডি (Gaurav Kundi)। পুলিশের হাঁটুর চাপে তাঁর মস্তিষ্কে এতটাই ক্ষতি হয়েছে যে তিনি কোমায় চলে গিয়েছেন।

অস্ট্রেলিয়ার (Australia) অ্যাডিলেড শহরে ঘটেছে এই নৃশংস ঘটনা। গৌরব এবং তাঁর স্ত্রী অমৃতপাল কউরের মধ্যে রাস্তার মধ্যে কথাকাটাকাটি চলছিল। সেই মুহূর্তে টহলরত পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ গার্হস্থ্য হিংসার ঘটনাভেবে গৌরবকে গ্রেফতার করে। ঘটনাস্থলে উপস্থিত অমৃতপাল বারবার পুলিশকে জানান, এটি কোনও গার্হস্থ্য হিংসা নয়, গৌরব মদ্যপান করেছিলেন তাই উচ্চস্বরে কথা বলছিলেন। কিন্তু তাঁর অনুরোধে কর্ণপাত না করেই এক পুলিশ অফিসার রাস্তায় ফেলে গৌরবের গলা হাঁটু দিয়ে চেপে ধরেন। গৌরব তখনই বার বার বলতে থাকেন, “আমি কোনও অন্যায় করিনি।”

অমৃতপাল কউরের অভিযোগ, পুলিশ (Police) গাড়ির পাশে গৌরবের মাথা জোরে ঠুকে দেয়। তিনি বারবার পুলিশকে অনুরোধ করেন গৌরবকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু তাতে উল্টে অমৃতপালকেই গ্রেফতার করতে উদ্যত হয় পুলিশ। কিছুক্ষণের মধ্যেই সেখানে জ্ঞান হারান গৌরব। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বর্তমানে গৌরব লাইফ সাপোর্টে রয়েছেন। তাঁর স্ত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “চিকিৎসকরা জানিয়েছেন, গৌরবের মস্তিষ্ক সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ও এখন কোমায়।” অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদমাধ্যমগুলির দাবি, এই ঘটনাটি অ্যাডিলেডের ইস্টার্ন সাবার্বে ঘটেছে। পুলিশ কর্তৃপক্ষ অবশ্য দাবি করেছে, গৌরব গ্রেফতারি এড়াতে বাধা দেন, তাই বলপ্রয়োগ করতে হয়। যদিও স্ত্রী অমৃতপালের দাবি, গৌরব কোনওরকম প্রতিরোধ করেননি, বরং নিজেকে নির্দোষ বলেই বারবার দাবি করছিলেন।

এই ঘটনার সঙ্গে ২০২০ সালে আমেরিকার মিনিয়াপোলিসে ঘটে যাওয়া কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের হত্যার ঘটনার আশ্চর্য রকম মিল রয়েছে। সেবারও হাঁটু দিয়ে গলা চেপে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল ফ্লয়েডকে। তার কণ্ঠরোধ করেছিলেন শ্বেতাঙ্গ পুলিশ ডেরেক শভিন। সেই ঘটনার প্রতিবাদে বিশ্বজুড়ে শুরু হয়েছিল ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন।
আরও খবরপ্রেম ভাঙার শাস্তি! প্রেমিকাকে কুপিয়ে মেরে পোড়ানোর চেষ্টা যুবকের

চার বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু পুলিশের আচরণে কোনও পরিবর্তন এসেছে কি? প্রশ্ন উঠছে আন্তর্জাতিক মহলে।

তবে, অ্যাডিলেডের স্থানীয় সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ অনুযায়ী, চূড়ান্ত নেশাগ্রস্ত অবস্থায় গৌরব রাস্তায় হাঁটছিলেন। স্ত্রীয়ের সঙ্গে দুর্ব্যবহার করছিলেন। স্থানীয় কেউ ফোনে বিষয়টি পুলিশকে জানালে তারা আসে। গৌরব পুলিশের সঙ্গে সহযোগিতা করেনি বলেই পুলিশ বলপ্রয়োগ করেছে। তবে, সিসিটিভি ফুটেজে কোথাও পুলিশ পা দিয়ে গলা চেপে ধরেছে বলে দেখা যায়নি।

spot_img

Related articles

প্রতিমা বিসর্জনে গিয়ে নিখোঁজ, ভাইফোঁটার সকালে মিলল যুবকের দেহ

প্রতিমা বিসর্জনে গিয়ে আর ঘরে ফেরেনি যুবক। দেহ (dead body) উদ্ধার হল ভাইফোঁটার সকালে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪...

মত্ত হয়ে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব, ২২টি সেলাই স্বাস্থ্যকর্মীর মাথায়

মদ খেয়ে নার্সিং স্টাফকে (nurse) ইট দিয়ে হামলা যুবকের! ঘটনায় গুরুতর আহত হয়েছেন নার্স রীনা মণ্ডল। তাঁর মাথায়...

কাটল জট: বিহারের ভোটে তেজস্বীকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা মহাগঠবন্ধনের

অবশেষে কাটল জট। বিহারের (Bihar) আসন্ন বিধানসভা নির্বাচনে মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে আরজেডি নেতা তেজস্বী যাদবকেই (Tejaswi Yadav)...

আগামিকালই ভাইফোঁটা, জেনে নিন সময় ও নিয়ম

দীপাবলির আলো মুছে যাওয়ার আগেই বাঙালির (Bengali rituals) ঘরে আসে আরেক উৎসব—ভাইফোঁটা। ভাই-বোনের পবিত্র সম্পর্ককে উদ্‌যাপন করার এই...