করদাতাদের জিএসটি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানে রাজ্যের অর্থ দফতরের অধীন বাণিজ্যিক কর বিভাগ প্রথমবারের জন্য ‘জিএসটি সহায়তা সপ্তাহ’ পালন করতে চলেছে। ২৩ জুন থেকে ২৬ জুন পর্যন্ত রাজ্যের ৬৪টি জুরিসডিকশনাল অফিসে এই কর্মসূচি পালিত হবে বলে অর্থ দফতর সূত্রে জানানো হয়েছে।

এই উদ্যোগের লক্ষ্য করদাতাদের জিএসটি জমা দেওয়ার পদ্ধতি, আইনি বিষয়, প্রযুক্তিগত জটিলতা এবং জিএসটিএন পোর্টালের ব্যবহার নিয়ে বিস্তারিত সহায়তা প্রদান। প্রতিটি চার্জ অফিসে, বিশেষত যেসব ইউনিটের আওতায় বড় সংখ্যায় করদাতা রয়েছেন, সেখানে একাধিক আধিকারিক ও কারিগরি কর্মীদের নিয়ে গঠিত সহায়ক দল মোতায়েন করা হবে।

অর্থ দফতর ইতিমধ্যেই কিছু সেক্টর অফিসে স্থায়ী সহায়তা ডেস্ক চালু করেছে এবং অনিয়মিতভাবে শিবিরের আয়োজন করলেও, এবার থেকে নির্ধারিতভাবে প্রতি অর্থবর্ষে এই কর্মসূচি রাজ্যজুড়ে পালন করা হবে। পাশাপাশি, প্রতি তিনমাস অন্তর নিয়মিতভাবে এই ধরনের কর্মসূচি চালু রাখার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

করদাতারা যাতে এই সুযোগের সদ্ব্যবহার করতে পারেন, তার জন্য ডিরেক্টরেট জোরদার প্রচারের নির্দেশ দিয়েছে। করদাতাদের স্বচ্ছ এবং সহজ কর প্রদান নিশ্চিত করতে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন – অর্থ দফতরে ‘সারপ্রাইজ ভিজিট’ মুখ্যমন্ত্রীর! মেটালেন ছবি তোলার আবদার

_

_

_

_

_
_
_
_
_
_