Sunday, August 24, 2025

হাস্যকর! অনুব্রতর বিরুদ্ধে লড়তে গিয়ে নিজেরাই মারামারি করল বিজেপি, কটাক্ষ কুণাল ঘোষের 

Date:

Share post:

অনুব্রত মণ্ডল তৃণমূলের নেতা হওয়া সত্ত্বেও হঠাৎ তাঁকে নিয়ে মারামারিতে জড়িয়ে পড়লেন বিজেপি কর্মীরা। মঙ্গলবার করুণাময়ী সংলগ্ন এলাকায় অশ্রাব্য ভাষায় গালিগালাজ, হাতাহাতিতে জড়িয়ে পড়ল বিজেপির কর্মীরা। বেশ কয়েকদিন ধরেই অনুব্রত মণ্ডলকে নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোন করে অশ্রাব্য গালিগালাজ এবং তাঁর মা ও স্ত্রীয়ের নাম নিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

অনুব্রতকে ইতিমধ্যে দু–দু’বার নোটিস পাঠিয়েছে পুলিশ। কিন্তু দু’বারই হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। এবার তাঁকে গ্রেপ্তারির দাবিতেই বিক্ষোভ দেখতে শুরু করেন বিজেপির কর্মী-সমর্থকরা। বিধাননগরের চারটি মণ্ডলের বিজেপি কর্মীরা, মণ্ডলের সভাপতিরা জড়ো হন করুণাময়ীতে। কিন্তু সমস্যা শুরু হয় বিজেপি নেতা পীযূষ কানোরিয়াকে নিয়ে। কর্মীদের অভিযোগ পীযূষ এসে হম্বিতম্বি শুরু করে দেন। তাঁর সঙ্গীরা বিনা কারণেই তাঁদের মারধর করেন। মার খেয়ে কপাল ফুলে গিয়েছে বিজেপি কর্মী পার্থ করের।

বিধাননগর ৪ মণ্ডলের প্রেসিডেন্ট অতীশ দীপঙ্কর অভিযোগ জানান অনুব্রতর বিরুদ্ধে মিছিল করতে বাধা দিচ্ছিলেন পীযুষ। কর্মীরা বাধা দিতেই মারধর শুরু করেন। মঙ্গলবার কলকাতায় অনুব্রত মণ্ডলকে নিয়ে বিক্ষোভ কর্মসূচিতে পথে নেমে গেরুয়া শিবির কার্যত দুই গোষ্ঠীতে ভাগ হয়ে গেল। কর্মসূচি শুরুর আগেই সব আটকে গেল একে অন্যের বিরুদ্ধে অভিযোগ তুলে। তার মধ্যেই কারও মাথায় আঘাত, কেউ রাস্তায় পড়ে গড়াগড়ি দিলেন।

এই প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। এদিনের সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ”অনুব্রতর বিরুদ্ধে প্রতিবাদ করতে যাচ্ছে, সেখানে নিজেদের মধ্যে মারামারি করছে, এবার বুঝুন, এই হচ্ছে বিজেপি! এদের নিজেদের দলেরই একটা অংশের অন্য অংশের ওপর আস্থা নেই। বাংলার মানুষ কেন আস্থা রাখবেন? বাংলার শত্রু এরা, বাংলার অধিকারকে বঞ্চনা করে, কুৎসা করে, বকেয়া দেয়না। সার্কাস পার্টি তাই ওখানে গিয়ে সার্কাস দেখিয়েছে। নিজেদের মধ্যে মারামারি করছে।”

আরও পড়ুন – গ্রেফতারি এড়াতে তৎকালীন বাম সরকারকে ‘কথায়’ কুৎসা দীপক ঘোষের: কুণাল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...