ইস্টবেঙ্গলের(Eastbengal) অনুশীলনে থংবোই সিংটো(Thangboi Singto)। বুধবার থেকে সিএফএল প্রিমিয়ারের প্রস্তুতিতে নেমে পড়ল লাল-হলুদ ব্রিগেড। তাদের কোচ বিনো জর্জ(Bino George) এখনও পর্যন্ত দলের সঙ্গে যোগ দিতে পারেননি। কিন্তু এদিনই ইস্টবেঙ্গলের(Eastbengal) অনুশীলনে লাল-হলুদ হেড অব ফুটবল থংবোই সিংটো। না বিশেষ কোনও কারণ নয়। মরসুমের প্রথম প্রস্তুতি। সেখানেই ফুটবলারদের সঙ্গে সাক্ষাত করতে গিয়েছিলেন ইস্টবেঙ্গলের(Eastbengal) হেড অব ফুটবল। সেখানেই ফুটবলারদের নিয়ে নানান কথাবার্তা বলেছেন থংবোই সিংটো।
আগমী ২৫ জুন থেকে শুরু হচ্ছে সিএফএল প্রিমিয়ার লিগ। মোহনবাগান নামবে আগামী ১৬ জুন। তার আগেই হাওড়ায় অনুশীলন শুরু করে দিল ইস্টবেঙ্গল। এবারও বিনো জর্জের তত্ত্বাবধানেই সিএফএল প্রিমিয়ার লিগে নামবে লাল-হলুদ ব্রিগেড। যদিও এখনও পর্যন্ত প্রস্তুতিতে দলের সঙ্গে যোগ দেননি এই বিনো জর্জ। শোনা যাচ্ছে আগামী সপ্তাহেই নাকি এবারের ইস্টবেঙ্গলে যোগ দেবেন বিনো জর্জ।
থংবোই সিংটো ইস্টবেঙ্গলের হেড অব ফুটবল হওয়ার পর এই প্রথমবার বি-দলের প্রস্তুতিতে গিয়েছিলেন। ইস্টবেঙ্গলের ফুটবলার নেওয়ার দায়িত্বে এবার রয়েছেন থংবোই সিংটোই। এখানে ভালো পারফরম্যান্স করলেও যে ইস্টবেঙ্গলের সিনিয়র দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এদিন দলের ফুটবলারদের সঙ্গে নানান কথাবার্তাও বললেন থংবোই।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–