Friday, November 14, 2025

তৃপ্ত বিরাট, এই মুহূর্তটাই সেরা কোহলির কাছে

Date:

Share post:

দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান। প্রতিবছর একই স্বপ্ন দেখা আর তা ভেঙে যাওয়া। ২০২৫ সালেই শেষপর্যন্ত স্বপ্নপূরণ বিরাট কোহলির(Virat Kohli)। পঞ্জাব কিংসকে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। জয় যখন কার্যত নিশ্চিত, চোখের জল রুখতে পারলেন না বিরাট কোহলি(Virat Kohli)। ম্যাচ শেষ হতে মাঠেই কেঁদে ফেললেন তিনি। আর স্টেডিয়ামের গ্যালারী থেকে তখন বিরাটকে চিয়ার আপ করছেন তাঁর স্ত্রী অনুস্কা শর্মা(Anushka Sharma)। এতদিনের স্বপ্নপূরণের পর আবেগতাড়িত বিরাট কোহলি।

ম্যাচ শেষে নিজেকে আর সামলাতে পারলেন না তিনি। স্বপ্নপূরণের কথাই তখন বারবার বিরাট কোহলির মুখে। ম্যাচ শেষে বিরাট জানান, “এই জয়টা যতটা এই দলের ততটাই এই ফ্র্যাঞ্চাইজির সমর্থকদের। এই দলকে আমি আমার যৌবন, সেরা সময় এবং অভিজ্ঞতা সবটা দিয়েছি। প্রতি মরসুমেই এই ট্রফিটা আমি জিততে চেয়েছি। নিজের সর্বস্ব দিয়েছি এই ফ্র্যাঞ্চাইজিকে। অবশেষে সেই মুহূর্তটা এল। এই অনুভূতিটাই আলাদা। আমি কখনোও ভাবতেই পারিনি যে এই মুহূর্তটা কখনও দেখতে পারব”।

এর আগে তিনবার ফাইনালে পৌঁছলেও হতাশ হয়েই মাঠ ছাড়তে হয়েছিল বিরাট কোহলিদের। আর এই হতাশায় কখনোও বিরাটের সঙ্গী ছিলেন ক্রিস গেইল তো কখনও এবি ডেভিলিয়র্স। এদিনও তারা মাঠে ছিলেন। তবে গ্যালারীতে ম্যাচের দর্শক হিসাবে। ম্যাচ শেষে তারাও সামিল আরসিবির চ্যাম্পিয়নের উৎসবে। হবে নাই বা কেন এতদিনে তাদের স্বপ্নটাও তো পূরণ হয়েছে।

চ্যাম্পিয়ন হতেই ডাগ আউটে বিরাট কোহলিকে জড়িয়ে ধরেন এবি ডেভিলিয়র্স। তাদের বন্ধুত্বের কথা তো সকলেরই জানা। ক্রিস গেইলও নিজেকে সামাল দিতে পারেননি। আর যখন ট্রফি উঠল আরসিবির হাতে, সেখানে উপস্থিত রয়্যাল শিবিরের এই দুই তারকাও। তবে সকলের নজর ছিল বিরাট কোহলির দিকেই। হবে নাই বা কেন, তাঁর ঝুলিতে সব রয়েছে। তবুও বারবার একটাই কথা শুনতে হয়। আইপিএল তো চ্যাম্পিয়ন হতে পারেননি তিনি। মুখে না বললেও মনে যে সেই আক্ষেপ বরাবরই ছিল তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত সেই আক্ষেপও মিটল। তৃপ্ত বিরাট কোহলি।

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...