Monday, August 25, 2025

দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান। প্রতিবছর একই স্বপ্ন দেখা আর তা ভেঙে যাওয়া। ২০২৫ সালেই শেষপর্যন্ত স্বপ্নপূরণ বিরাট কোহলির(Virat Kohli)। পঞ্জাব কিংসকে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। জয় যখন কার্যত নিশ্চিত, চোখের জল রুখতে পারলেন না বিরাট কোহলি(Virat Kohli)। ম্যাচ শেষ হতে মাঠেই কেঁদে ফেললেন তিনি। আর স্টেডিয়ামের গ্যালারী থেকে তখন বিরাটকে চিয়ার আপ করছেন তাঁর স্ত্রী অনুস্কা শর্মা(Anushka Sharma)। এতদিনের স্বপ্নপূরণের পর আবেগতাড়িত বিরাট কোহলি।

ম্যাচ শেষে নিজেকে আর সামলাতে পারলেন না তিনি। স্বপ্নপূরণের কথাই তখন বারবার বিরাট কোহলির মুখে। ম্যাচ শেষে বিরাট জানান, “এই জয়টা যতটা এই দলের ততটাই এই ফ্র্যাঞ্চাইজির সমর্থকদের। এই দলকে আমি আমার যৌবন, সেরা সময় এবং অভিজ্ঞতা সবটা দিয়েছি। প্রতি মরসুমেই এই ট্রফিটা আমি জিততে চেয়েছি। নিজের সর্বস্ব দিয়েছি এই ফ্র্যাঞ্চাইজিকে। অবশেষে সেই মুহূর্তটা এল। এই অনুভূতিটাই আলাদা। আমি কখনোও ভাবতেই পারিনি যে এই মুহূর্তটা কখনও দেখতে পারব”।

এর আগে তিনবার ফাইনালে পৌঁছলেও হতাশ হয়েই মাঠ ছাড়তে হয়েছিল বিরাট কোহলিদের। আর এই হতাশায় কখনোও বিরাটের সঙ্গী ছিলেন ক্রিস গেইল তো কখনও এবি ডেভিলিয়র্স। এদিনও তারা মাঠে ছিলেন। তবে গ্যালারীতে ম্যাচের দর্শক হিসাবে। ম্যাচ শেষে তারাও সামিল আরসিবির চ্যাম্পিয়নের উৎসবে। হবে নাই বা কেন এতদিনে তাদের স্বপ্নটাও তো পূরণ হয়েছে।

চ্যাম্পিয়ন হতেই ডাগ আউটে বিরাট কোহলিকে জড়িয়ে ধরেন এবি ডেভিলিয়র্স। তাদের বন্ধুত্বের কথা তো সকলেরই জানা। ক্রিস গেইলও নিজেকে সামাল দিতে পারেননি। আর যখন ট্রফি উঠল আরসিবির হাতে, সেখানে উপস্থিত রয়্যাল শিবিরের এই দুই তারকাও। তবে সকলের নজর ছিল বিরাট কোহলির দিকেই। হবে নাই বা কেন, তাঁর ঝুলিতে সব রয়েছে। তবুও বারবার একটাই কথা শুনতে হয়। আইপিএল তো চ্যাম্পিয়ন হতে পারেননি তিনি। মুখে না বললেও মনে যে সেই আক্ষেপ বরাবরই ছিল তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত সেই আক্ষেপও মিটল। তৃপ্ত বিরাট কোহলি।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version