রাষ্ট্রভাষা বিভেদের মধ্যে ঐক্য: স্পেনে কেন্দ্রকে বার্তায় মন জয় কানিমোঝির

Date:

Share post:

রাজনৈতিক মতবিরোধ থেকে আদর্শগত মত পার্থক্য, দেশের স্বার্থে সব বিবাদকেই দূরে রেখে বিরোধীরা যে কেন্দ্রের সরকারের পাশে দাঁড়াতে প্রস্তুত, পহেলগাম হামলার (Pahalgam attack) পরে তা প্রমাণ করে দিয়েছে দেশের সব বিরোধী দল। বিশ্বের একাধিক বৃহৎ দেশে গিয়ে পাক বিরোধী প্রচারে রাজনীতি ভুলে যে একাত্মবোধ দেখিয়েছেন প্রথম সারির রাজনীতিক থেকে চিন্তাবিদরা, তা বিশ্বের কাছে নজিরবিহীন। স্পেনে পৌঁছানো ভারতীয় প্রতিনিধিদলের শীর্ষে থাকা ডিএমকে নেত্রী কানিমোঝি (Kanimozhi) ভারতের রাষ্ট্রভাষা (national language) হিসাবে বিভেদের ঐক্য-কে তুলে ধরে আরও একবার বিরোধীদের রাজনৈতিক চিন্তাধারা স্পষ্ট করে দিলেন। একদিকে যেমন অর্জন করলেন প্রবাসী ভারতীয়দের সম্মান, তেমনই দেশের উপর হিন্দিকে (Hindi) জাতীয় ভাষা হিসাবে চাপিয়ে দেওয়ার কেন্দ্রের রাজনীতির মুখেও কার্যত ঝামা ঘষে দিলেন।

ভারতের জাতীয় ভাষা হিসাবে কোনও স্বীকৃত ভাষা যে নেই, তার কারণ হিসাবে দেশের বিভিন্ন সংস্কৃতিকে তুলে ধরতে এতটুকু ভুল করেননি ডিএমকে সাংসদ কানিমোঝি। জনসংখ্যা বা কথিত ভাষার লোকসংখ্যা কেন্দ্রের বর্তমান সরকারের আমলে নির্ণয় আরও কঠিন হয়ে গিয়েছে। কারণ ২০১১ সালের পরে মোদি সরকারের জমানায় কোনও জনগণনাই হয়নি। সেখানেই কোনও একটি নির্দিষ্ট ভাষাকে যে জাতীয় ভাষার স্বীকৃতি দেওয়া পক্ষপাতিত্ব, তা স্পেনে (Spain) স্পষ্ট করে দিলেন কানিমোঝি।

অন্যদিকে কেন্দ্রের মোদি সরকার দীর্ঘদিন ধরে গো-বলয়ের হিন্দি ভাষা দেশের উপর জাতীয় ভাষা হিসাবে চাপিয়ে দেওয়ার রাজনীতিকেও স্পেন থেকে স্পষ্ট বার্তা দিলেন ডিএমকে সাংসদ। কেন্দ্রের সেই নীতির প্রত্যক্ষ প্রতিবাদ করে গোটা দেশে মতামত গঠন করতে মাঠে নেমেছেন ডিএমকে নেতা তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (M K Stalin)। কোনওভাবেই হিন্দিকে তামিলনাড়ুর উপর চাপিয়ে না দেওয়ার লড়াই চালিয়ে যাচ্ছে ডিএমকে। সেই দলের প্রতিনিধি হিসাবে স্পেনে প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতায় যখন কানিমোঝি ঐক্য-কেই (Unity in Diversity) রাষ্ট্রভাষা (national language) হিসাবে তুলে ধরেন, তখন উপস্থিত প্রবাসী ভারতীয়রা হাততালিতে ভরিয়ে দেন গোটা হল। সেখান থেকেই স্পষ্ট দেশে তথা দেশের বাইরেও মোদি সরকারের চাপিয়ে দেওয়া ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে মেনে নিতে প্রস্তুতই নন দেশের মানুষ।

spot_img

Related articles

বিজয়া সম্মিলনীতে অভিষেককে ঘিরে নেতা-কর্মীদের আবেগ-উচ্ছ্বাস, ফের ‘সেবাশ্রয়ে’র সিদ্ধান্ত ডায়মন্ড হারবারের সাংসদের

ছিল ডায়মন্ড হারবারের বিজয়া সম্মিলনী। কিন্তু দিনের শেষে সেটি হয়ে গেল কার্যত সারা জেলার বিজয়া সম্মিলনী। প্রিয়নেতা ডায়মন্ড...

ডার্বির কথা ভাবতে নারাজ অস্কার, নামধারীর বিরুদ্ধে খেলতে পারবেন হিরোশি?

মঙ্গলবার আইএফএ শিল্ডে(IFA Shield) গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল(East Bengal)। প্রতিপক্ষ নামধারী এফসি(Namdhari fc)। শ্রীনিধি ডেকানের...

১০০ দিনের কাজ বন্ধ! কেন্দ্রের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ রাজ্যের

কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও পশ্চিমবঙ্গে এখনও শুরু হয়নি ১০০ দিনের কাজ প্রকল্প। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক রাজ্যের বিপুল পরিমাণ...

পঞ্চম দিনে খেলা টানল ওয়েস্ট ইন্ডিজ, প্রশ্নের মুখে দিল্লির পিচ ও গম্ভীরের রণকৌশল

প্রথম টেস্টে(Test) আড়াই দিনেই জয় পেয়েছিল ভারত(India)। কিন্তু দ্বিতীয় টেস্টে খেলতে হল পুরো পাঁচ দিন। দিল্লিতে(Delhi) ওয়েস্ট ইন্ডিজের...