Wednesday, August 13, 2025

বন্দে ভারতে চিকিৎসার অভাবে মৃত্যু প্রৌঢ় যাত্রীর! রেলের নিষ্ক্রিয়তার অভিযোগে ক্ষোভ যাত্রীদের

Date:

Share post:

প্রধানমন্ত্রীর সাধের আধুনিক প্রিমিয়াম ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসে ঘটল মর্মান্তিক মৃত্যু। হৃদরোগজনিত শারীরিক অসুস্থতায় ছটফট করতে করতে ট্রেনেই প্রাণ হারালেন এক প্রৌঢ় যাত্রী। অভিযোগ, বারবার আরপিএফ-সহ রেল কর্তৃপক্ষকে ডাকলেও মিলল না কোনও সাহায্য। পর্যাপ্ত চিকিৎসা না মেলায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ওই যাত্রী। ঘটনার জেরে ক্ষুব্ধ সহযাত্রীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রেলের ভূমিকা নিয়ে।

ঘটনাটি ঘটেছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসে। বুধবার সকাল ৭টা ৪০ মিনিটে হাওড়া থেকে রওনা দিয়েছিল ট্রেনটি। কটকে ঢোকার আগেই ট্রেনটি আচমকাই দাঁড়িয়ে পড়ে, এবং প্রায় আধঘণ্টা থেমে থাকে। সেই সময়ই এক প্রৌঢ় যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। শুরু হয় বুকে ব্যথা ও শ্বাসকষ্ট। যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি।

সহযাত্রীরা পরিস্থিতির গুরুত্ব বুঝে অবিলম্বে রেল পুলিশের সহায়তা চাইতে শুরু করেন। আরপিএফকে বারবার ডাকা হলেও কোনও প্রতিক্রিয়া মেলেনি বলে অভিযোগ। এক যাত্রী সোশ্যাল মিডিয়ায় লাইভ ভিডিও করেন, যা এখন ভাইরাল। ভিডিওতে দেখা যায়, চিকিৎসক আসার কোনও উদ্যোগই নেয়নি রেল কর্তৃপক্ষ। পরিস্থিতি বেগতিক দেখে যাত্রীরাই সিপিআর দিতে চেষ্টা করেন।

শেষ পর্যন্ত, প্রয়োজনীয় চিকিৎসার অভাবে মৃত্যু হয় ওই যাত্রীর। এমন এক উন্নত ও প্রিমিয়াম ট্রেনে এত বড় নিরাপত্তা ও চিকিৎসার ঘাটতি নিয়ে উঠছে বড় প্রশ্ন। ঘটনার পরেও রেলের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি না আসায় ক্ষোভ আরও বাড়ছে। যাত্রীরা বলছেন, “প্রথম শ্রেণির ট্রেন, কিন্তু ন্যূনতম জরুরি চিকিৎসা পরিষেবা নেই! এটা ভীষণ লজ্জার।” প্রশাসন ও রেল দফতরের তরফে দ্রুত তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন সাধারণ যাত্রীরা। এই ঘটনায় বন্দে ভারত ট্রেনের ‘হাই ক্লাস’ ভাবমূর্তিতে বড় ধাক্কা বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

আরও পড়ুন – মহিলা পরিচালিত এমএসএমই-র উন্নয়নে রাজ্যজুড়ে বৃহৎ সমীক্ষা, সহায়তায় বিশ্বব্যাঙ্কের র‍্যাম্প প্রকল্প

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী, শোকস্তব্ধ টলিপাড়া

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। মঙ্গলবার সকাল ১০টায় মৃত্যু হয় তাঁর। বয়স...

ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

প্রথমে শোনা গেলেও শেষপর্যন্ত ডুরান্ড (Durand Cup) কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বি (Derby)। প্রথমে শোনা গিয়েছিল যে কোয়ার্টার ফাইনালে...

বিজেপি নেতা মিঠুনের সম্মেলনে বাজল “মুঝকো পিনা হ্যায়”, তীব্র কটাক্ষ তৃণমূলের 

এটাই বিজেপির সংস্কৃতি! কোনভাবেই বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে মেলেনা। আর সেই তালেই নাচছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন...

গাজায় সাংবাদিক হত্যার নিন্দা: ইজরায়েলের রোষের মুখে প্রিয়াঙ্কা

ইজরায়েলে অনৈতিক সাংবাদিক হত্যা। গাজায় সাংবাদিকদের ক্যাম্পে হামলা ইজরেলীয় বাহিনীর। মৃত্যু আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফের। ঘটনায়...