Thursday, January 15, 2026

বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বেঙ্গালুরুতে(Bangalore) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) সংবর্ধনা ঘিরে চিন্নাস্বামীর স্টেডিয়ামের বাইরে চূড়ান্ত বিশৃঙ্খলা। পদপিষ্ট হয়ে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ১১ জন। আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বহু। এমন অনাকাঙ্খিত ঘটনাতেই শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। সেইসঙ্গে স্বজন হারিয়েছেন যারা তাদের প্রতি সহানুভূতিও জানিয়েছে প্রধানমন্ত্রী(Prime Minister)। একইসঙ্গে সমবেদনা জানানোর পাশাপাশি মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য প্রদানের ঘোষণা কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া(Siddaramaiah)। এছাড়াও আহতদের বিনা পয়সায় চিকিৎসার বার্তা দিয়েছেন তিনি।

গত মঙ্গলবার প্রথমবার আইপিএল(IPL) চ্যাম্পিয়ন হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। সেই থেকেই সেলিব্রেশনের তোড়জোড়টা শুরু হয়ে গিয়েছিল। বিরাটরা ঘরে ফিরতেই তাদের নিয়ে একটা গ্র্যান্ড সেলিব্রেশনের আয়োজন করা হয়েছিল। আর তাতেই বিপত্তি। বিরাট কোহলিদের দেখার জন্য এবং সেলিব্রেশনের শরিক হতে রাস্তায় নেমেছিল অসংখ্য সমর্থকরা। সেখানেই যত বিপত্তি। সেই উৎসবের আবহেই স্টেডিয়ামের বাইরে জনসমুদ্র। আর তাতেই দেখা দিয়েছিল চূড়ান্ত বিশৃঙ্খলা। সংবর্ধনা উৎসব মুহূর্তের মধ্যে পরিণত হয় মৃত্যু মিছিলে। এখনও পর্যন্ত খবর পাওয়া অনুযায়ী প্রায় ১১ জন প্রাণ হারিয়েছেন।

প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “বেঙ্গালুরুতে যা হয়েছে সেটা সত্যিই হৃদয়বিদারক। যারা তাদের স্বজন হারিয়েছেন তাদের প্রতি আমার সহানুভূতি। যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করি”।

অন্যদিকে এমন ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া(Siddaramaiah)। সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়ে দিয়েছেন যে নিহত হয়েছেন ১১ জন এবং আহত হয়েছেন ৩৩ জন। কর্ণাটকের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছেই এই ঘটনা হয়েছে। তা খুবই হৃদয়বিদারক। যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য সরকারের তরফ থেকে ১০ লক্ষ টাকার আর্থিক সাহায্য এবং আহতদের বিনা খরচে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে”।

spot_img

Related articles

আবার নন্দীগ্রামে সেবাশ্রয় হবে, পারলে আটকে দেখাক: চ্যালেঞ্জ অভিষেকের, প্রথমদিনেই বিপুল সাড়া

ডায়মন্ড হারবার লোকসভাকেন্দ্রের গণ্ডী ছাড়িয়ে সেবাশ্রয় (Sevashray) শিবির শুরু হল নন্দীগ্রামে। বৃহস্পতিবার, প্রথমে নন্দীগ্রাম ২ ও পরে নন্দীগ্রাম...

সন্ন্যাসীদেরই অবজ্ঞা-অপমান বিজেপির, গর্জে উঠল তৃণমূল

শুধু মুখে হিন্দুত্বের বুলি আর রাম-নাম। আর পদে পদে সনাতনী আধ্যাত্মিক চেতনাকে চরম আঘাত। এসআইআরের নামে এবার কি...

ফের এসআইআরের চাপে যাদবপুরে অস্বাভাবিক মৃত্যু বিএলও’র

এসআইআরের (SIR Deaths) চাপে মৃত্যুমিছিল! এসআইআর নিয়ে মানুষের হয়রানির মাঝেই এবার পূর্ব যাদবপুরের মুকুন্দপুর এলাকায় এক বিএলওর অস্বাভাবিক...

একাধিক অবৈধ সম্পর্কে জড়িয়েছেন মেরি! প্রাক্তন স্বামীর বিস্ফোরক অভিযোগ

বিবাহ বিচ্ছেদ ঘটে গেলেও নতুন করে তিক্ততা শুরু হয়েছে মেরি কম(Mery Kom) এবং তাঁর প্রাক্তন স্বামী কারুং অনলারের...