Wednesday, August 27, 2025

হারের হ্যাট্রিক, বিধানসভা ভোটের আগে কিরীটেশ্বরীর দ্বারে সিপিএমের যুব নেতা শতরূপ!

Date:

EVM-এ ভোট নেই। কোনও ইস্যুতেই আন্দোলন সংগঠিত করতে পারছে না সিপিএম। এখন বুঝায় তাই দেব-দ্বিজে ভক্তি জেগেছে ‘চির পুজো বিরোধী’ বামেদের। সেই কারণেই কি মুর্শিদাবাদের কিরীটেশ্বরীর দ্বারে সিপিএমের যুব নেতা শতরূপ ঘোষ? পুজো নিয়ে সিপিআইএম-এর যতই ছুৎমার্গ থাক নিজের ভ্লগ-এর রিচ বাড়াতে সেই কালীমায়ের পায়ের তলায় শতরূপ। তাঁর ইউটিউব চ্যানেলে এই কনটেন্ট দেখা যাচ্ছে। যদিও এর সত্যতা যাচাই করেনি ‘বিশ্ব বাংলা সংবাদ’।

বরাবরই পুজো বা ধর্মচর্চা থেকে নিজেদের দূরত্ব বজায় রাখে বামেরা। পুজো মণ্ডপের সামনে বুক স্টল দিলেও সরাসরি পুজোর সঙ্গে যুক্ত হন না সিপিএম নেতৃত্ব। তাহলে হঠাৎ কিরীটেশ্বরীতে কেন শতরূপ! তিনবার ভোটে দাঁড়িয়েও শিকে ছেঁড়েনি। এখন সাংবাদ মাধ্যমে সন্ধেবেলা শুধু তাত্ত্বিক বুলি আওড়ান এই যুব নেতা। তাঁর নিজের একটি ইউটিউব চ্যানেল আছে- নাম ‘শতরূপ’স ভ্লগ’। এবার সেই চ্যালেনের জন্য তিনি বিখ্যাত মুর্শিদাবাদের কিরীটেশ্বরী মন্দিরে পৌঁছে গিয়েছেন।

কিরীটেশ্বরীকে অনেকে একান্ন পীঠের অংশ বলেন। তবে মুকুটের অংশ পড়েছিল, দেহের কোনও অংশ পড়েনি বলে কথিত থাকায় অনেকেই সেটা মানেন না। একে উপপীঠ হিসেবে আখ্যা দেওয়া হয়। ১১৭৭ বঙ্গাব্দে বিজয়রাম সেন রচিত তীর্থ মঙ্গলকাব্যে কিরীটেশ্বরীর উল্লেখ রয়েছে। এবার সেখানে হাজির বামেদের কচি নেতা।

তিনটি বিধানসভা নির্বাচনে একটিতেও জয়লাভ করতে পারেননি শতরূপ। হারের হ্যাট্রিকের পরে এবার কি তাহলে ভোট বাক্সের খরা কাটাতেই মা কিরীটেশ্বরী স্মরণে! যাতে তিনি একটু মুখ তুলে তাকান। সেই তথ্য অবশ্য পাওয়া যায়নি।

অনেকের মতে, আবার নিজের ভ্লগের রিচ বাড়াতে শতরূপের এই ভক্তি ভাব। কারণ বামেদের তত্ত্বকথা দিয়ে আর কারও মন ভরানো যাচ্ছে না। সেই কারণেই এবার ঠাকুর-দেবতার মাহাত্ম্য প্রচারে মন দিয়েছেন সিপিএমের এই যুবনেতা। এখন দেখার বিষয় আসন্ন বিধানসভা নির্বাচনে কিরীটেশ্বরীর আশীর্বাদে বামেদের শূন্যে খরা কাটে কি না।

আরও পড়ুন – ১৭ বছর পরে দেশে জনগণনা, দিন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version