বিশ্বমানের প্রযুক্তির সঙ্গে পাল্লা দিতে পশ্চিমবঙ্গে সেমিকন্ডাক্টর শিল্প গড়ে তোলার লক্ষ্যে এবার দৃঢ় পদক্ষেপ নিল রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মার্কিন কনসাল জেনারেল ক্যাথি জাইলস ডিয়াজের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে এই বিষয়ে বিস্তৃত আলোচনা হয়।
মুখ্যমন্ত্রী বলেন, খুশির সঙ্গে জানাতে চাই, বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় সেমিকন্ডাক্টর সংস্থা GlobalFoundries কলকাতা পাওয়ার সেন্টারে একটি ফ্যাবলেস ডিজাইন ও টেস্টিং সেন্টার স্থাপন করছে। ইতিমধ্যেই তাদের কার্যক্রম চালানোর জন্য সেক্টর V-এর STPI IT পার্কে ১৩,০০০ বর্গফুট জায়গা বরাদ্দ করা হয়েছে। আরও ১৯,০০০ বর্গফুট জায়গার অনুরোধ করা হয়েছে, যার প্রক্রিয়া চলছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য সরকার GlobalFoundries, স্টার্টআপ, শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পক্ষেত্রের অংশীদারদের সঙ্গে যৌথভাবে একটি পূর্ণাঙ্গ পাওয়ার ইলেকট্রনিক্স ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। এই উদ্যোগের অংশ হিসেবে একটি ইউনিভার্সিটি ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করার পরিকল্পনাও নেওয়া হয়েছে, যা আমাদের ছাত্রছাত্রীদের উপকৃত করবে এবং ভবিষ্যতের দক্ষ মানবসম্পদ গড়ে তুলবে।
জানা গিয়েছে, গ্লোবাল ফাউন্ড্রিজ রাজ্যে পাওয়ার ইলেকট্রনিক্স ইকোসিস্টেম তৈরিতে আগ্রহ প্রকাশ করেছে। একইসঙ্গে, রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে ইন্টার্নশিপ কর্মসূচি চালুর বিষয়েও আলোচনা হয়েছে, যা রাজ্যের প্রযুক্তিক্ষেত্রের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।
এদিকে, নিউ জার্সি-ভিত্তিক মার্কিন উচ্চপ্রযুক্তি সংস্থা স্যানটেক গ্লোবাল ইনক-ও পশ্চিমবঙ্গে সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই সংস্থাটির সঙ্গে প্রাথমিক স্তরে আলোচনা শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে রাজ্য সরকার গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার (GCC)-এর জন্য পৃথক নীতি তৈরির পথে এগোচ্ছে। সেই পরামর্শ প্রক্রিয়া বর্তমানে চলমান।
আরও পড়ুন – বন্দে ভারতে চিকিৎসার অভাবে মৃত্যু প্রৌঢ় যাত্রীর! রেলের নিষ্ক্রিয়তার অভিযোগে ক্ষোভ যাত্রীদের
_
_
_
_
_
_
_
_
_
_