Saturday, August 23, 2025

প্রকাশ্যে মদ খাওয়া ও গালিগালাজের প্রতিবাদ করে দুষ্কৃতীদের হাতে খুন হন জয়নগরের (Jaynagar) সায়েম খান নামে এক যুবক। রবিবার ঘটনাটি ঘটে জয়নগরের বকুলতলায়। ঘটনায় দুজনকে গ্রেফতারও করে বকুলতলা থানার পুলিশ (Bakultala police station)। স্থানীয় বাসিন্দাদের দাবি, মূল অভিযুক্ত এখনও ফেরার। সেই অভিযুক্তদেরও দ্রুত গ্রেফতার করতে হবে, সেই দাবি তুলে বুধবার সকাল থেকে রাস্তা আটকে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা।

জয়নগরের (Jaynagar) বুইচবাটি বেলেচণ্ডী এলাকায় প্রকাশ্যে মদ খেয়ে গালিগালাজ করতো কিছু যুবক। তার প্রতিবাদ করেন ইউসুফ খান, সায়েম খান-সহ স্থানীয় যুবকরা। রবিবার রাতে এই নিয়ে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। রাতে ঝামেলার পর সোমবার সকালেও বাড়ি গিয়ে প্রতিবাদীদের বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। ঘটনায় ৫ জন জখম হলে তাঁদের স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই মারা যান সায়েম খান (৩০)।

এই ঘটনার তদন্তে নেমে বকুলতলা থানার পুলিশ (Bakultala police station) মোক্তার শেখ ও কুতুবউদ্দিন মোল্লাকে গ্রেফতার করেছে। তারপরও বুধবার রাস্তা অবরোধ ও বিক্ষোভে নামেন স্থানীয়রা। তাঁদের দাবি, ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্য অপরাধীদেরও দ্রুত গ্রেফতার করতে হবে। দিনভর রাস্তায় গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভে (protest) নামলেন স্থানীয়রা। পুলিশ গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Related articles

প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় বেলঘরিয়ায় আক্রান্ত শিক্ষক

তাঁর অপরাধ কী? তিনি রাস্তার ধারে বসে থাকা কয়েকজন যুবক যুবতীকে মদ্যপান করতে দেখে প্রতিবাদ করেছিলেন। তাই রাস্তায়...

কাদের নিয়ে দুর্নীতি থামাবেন: বিজেপির চার মহারথীর তথ্য তুলে তুলোধনা তৃণমূলের

দুর্নীতি দমনে মোদির মিথ্যাচার বারবার ফাঁস করেছে তৃণমূলই। অথচ বারবার বিজেপির ওয়াশিং মেশিনে গিয়ে অন্য দলের নেতারা যেভাবে...

কালা আইনের জন্য JPC একটা নাটক: তৃণমূলের কেউ থাকবে না কমিটিতে

তৃতীয় মোদি সরকারের জমানায় যতগুলি আইন পাশের জন্য বিল এসেছে, বিরোধীদের চাপে পড়ে সেগুলি সংসদের যৌথ সংসদীয় কমিটিতে...

অসুস্থ রুক্মিণী, পাশে নেই দেব !

ভালো নেই টলিউডের 'বিনোদিনী'(Binodini)। গ্ল্যামার হারিয়ে চোখে মুখে শুধুই অসুস্থতার ছাপ। দশ বছর আগের ছবি মুক্তি ঘিরে প্রাক্তনের...
Exit mobile version