Tuesday, November 4, 2025

প্রকাশ্যে মদ খাওয়া ও গালিগালাজের প্রতিবাদ করে দুষ্কৃতীদের হাতে খুন হন জয়নগরের (Jaynagar) সায়েম খান নামে এক যুবক। রবিবার ঘটনাটি ঘটে জয়নগরের বকুলতলায়। ঘটনায় দুজনকে গ্রেফতারও করে বকুলতলা থানার পুলিশ (Bakultala police station)। স্থানীয় বাসিন্দাদের দাবি, মূল অভিযুক্ত এখনও ফেরার। সেই অভিযুক্তদেরও দ্রুত গ্রেফতার করতে হবে, সেই দাবি তুলে বুধবার সকাল থেকে রাস্তা আটকে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা।

জয়নগরের (Jaynagar) বুইচবাটি বেলেচণ্ডী এলাকায় প্রকাশ্যে মদ খেয়ে গালিগালাজ করতো কিছু যুবক। তার প্রতিবাদ করেন ইউসুফ খান, সায়েম খান-সহ স্থানীয় যুবকরা। রবিবার রাতে এই নিয়ে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। রাতে ঝামেলার পর সোমবার সকালেও বাড়ি গিয়ে প্রতিবাদীদের বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। ঘটনায় ৫ জন জখম হলে তাঁদের স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই মারা যান সায়েম খান (৩০)।

এই ঘটনার তদন্তে নেমে বকুলতলা থানার পুলিশ (Bakultala police station) মোক্তার শেখ ও কুতুবউদ্দিন মোল্লাকে গ্রেফতার করেছে। তারপরও বুধবার রাস্তা অবরোধ ও বিক্ষোভে নামেন স্থানীয়রা। তাঁদের দাবি, ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্য অপরাধীদেরও দ্রুত গ্রেফতার করতে হবে। দিনভর রাস্তায় গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভে (protest) নামলেন স্থানীয়রা। পুলিশ গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Related articles

যুদ্ধবিধ্বস্ত সুদানে বন্দি ওড়িশার শ্রমিক, মস্করা করে ভিডিও প্রকাশ!

পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছিলেন পরিবারের প্রতিপালনের জন্য। কিন্তু সেখানে গিয়ে যে রাষ্ট্রবিরোধী আন্দোলনকারীদের হাতে পণবন্দি (hostage)...

আগামীর লড়াই বিজেপি-কে শূন্য করার লড়াই: SIR চক্রান্তের প্রতিবাদ-মঞ্চ থেকে হুঙ্কার অভিষেকের

SIR চক্রান্তের প্রতিবাদে মঞ্চ থেকে এক যোগে নির্বাচন কমিশন ও বিজেপি-কে তীব্র আক্রমণ করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...
Exit mobile version