Saturday, August 23, 2025

বিরাটদের সেলিব্রেশনে নেই হুটখোলা বাস, স্টেডিয়ামেই হবে সংবর্ধনা অনুষ্ঠান

Date:

প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। উৎসবটা যে বিরাটভাবে হবে তা বলার অপেক্ষা রাখে না। মঙ্গলবার রাতেই বেঙ্গালুরুতে দেখা গিয়েছিল অকাল দীপাবলি। গোটা শহর জুড়ে ছিল শুধুই আতসবাজির প্রদর্শন। বিরাটরা(Virat Kohli) শহরে ফিরলে যে গ্র্যান্ড সেলিব্রেশন অপেক্ষা করছে তাদের জন্য তা বলার অপেক্ষা রাখে না। তোড়জোড়ও শরু হয়ে গিয়েছে। তবে ট্রফি নিয়ে হুটখোলা বাসে ভিকট্রি প্যারেড করা সম্ভব হচ্ছে না বিরাট কোহলিদের(Virat Kohli)। রাস্তায় জ্যামের ভয়েই সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে।

দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান হয়েছে গত মঙ্গলবার রাতে। সবচেয়ে ধারাবাহিক দল হয়েও আইপিএল না থাকার আক্ষেপটা বারবার কষ্ট দিত বেঙ্গালুরু শিবিরের(RCB) ক্রিকেটারদের। এবার সেটাই শেষপর্যন্ত হয়েছে। পঞ্জাব কিংসকে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। এখন শুধুই বিরাট কোহলিদের শহরে ফেরার অপেক্ষায় সকলে। বুধবার সকালে ইতিমধ্যেই আহমেদাবাদ থেকে রওনা দিয়ে দিয়েছেন বিরাট কোহলিরা।

প্রথমে কথা ছিল ভিধিনা সৌধ থেকে চিন্নাস্বামী স্টেডিয়াম পর্যন্ত হুটখোলা বাসে ভিক্ট্রি প্যারেড হবে। যদিও শেষপর্যন্ত সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে। শোনা যাচ্ছে চিন্নাস্বামী স্টেডিয়ামেই আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার উদযাপন হবে। তবে শহরে ফিরে প্রথমে গোটা দল যাবে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর কাছে। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়েই এবার তারা ফিরবে চিন্নাস্বামী স্টেডিয়ামে।

সেখানেই ফের একবার বিরাট কোহলি, রজত পাতিদারদের নিয়ে উচ্ছ্বাসে মাতবে অগুন্তী সমর্থকরা। ইতিমধ্যেই স্টেডিয়ামে আসার জন্য বিশেষ পাসের ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার এক হাড্ডহাড্ডি লড়াইয়ে শেষপর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে বেঙ্গালুরু। মাঠেই কেঁদেছেন বিরাট কোহলি। বোলিংয়ে ভুবনেশ্বর কুমার, ক্রুণাল পান্ডিয়ারা দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন। এবার ঘরের ছেলেদের সংবর্ধনা দেওয়া পালা। বেঙ্গালুরুর বিরাট উৎসবের দিকেই এখন তাকিয়ে সকলে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version