Monday, August 25, 2025

বেঙ্গালুরুতে পদপিষ্ট বেড়ে ১২, ক্যামেরার সামনেই কেঁদে ফেললেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী

Date:

আরসিবির(RCB) বিজয় উৎসব পরিণত হয়েছে বিষাদে। এক ভয়াবহ ঘটনায় সমস্ত আনন্দ ম্লান হয়েছে। নিজেকে এবার সামলে রাখতে পারলেন না কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার(DK Shivakumar)। বুধবার রাত পর্যন্ত সংখ্যাটা ছিল ১১, সেটাই বৃহস্পতিবার বেড়ে ১২। এই ঘটনার বিবৃতি দিতে গিয়ে কেঁদে ফেললেন কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী। কিছুতেই যেন এই ঘটনা মেনে নিতে পারছেন না কর্ণাটকের মুখ্যমন্ত্রী। আরসিবির সেলিব্রেশনে যে ১২ জন মারা গিয়েছেন তার মধ্যে রয়েছে এক শিশুও। আর সেটাই যেন মেনে নিতে পারছেন না ডিকে শিবকুমার(DK Shivakumar)।

আইপিএল(IPL) চ্যাম্পিয়ন হওয়ার পরই গ্র্যান্ড সেলিব্রেশনের আয়োজন করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। চ্যাম্পিয়ন হওয়ার পরের দিনই সেই আয়োজন করেছিল তারা। আরসিবি ব্রিগেড শহরে ফিরেই প্রথমে গিয়েছিলেন বিধান সভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। এরপরই চিন্নাস্বামী স্টেডিয়ামের উদ্দেশে যাত্রা করে তারা। সেখানেই মানুষের ঢল নেমেছিল।

চিন্নাস্বামী স্টেডিয়ামে সমর্থকদের প্রবেশের পরও অগুন্তী মানুষ ছিল বাইরের দিকে। সেখানেই চাপ ক্রমশ বাড়তে থাকে এবং পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। সেখানেই হুড়োহুড়িতে প্রাণ হারান ১২ জন। যাদের মধ্যে রয়েছে একটি শিশুও। বৃহস্পতিবারই সাংবাদিক সম্মেলন করলেন উপ মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। সেখানেই এই ঘটনার বিবরণ দিতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। কাঁদতে কাঁদতে তিনিই বলেন যে এই ঘটনা ঘটে যাওয়ায় সকলের জেতার আনন্দে মনকে ভেঙে দিয়ে গিয়েছে।

ডিকে শিবকুমার জানান, “আমরা এই ঘটনা থেকে অবশ্যই ভবিষ্যতের জন্য শিক্ষা নিয়েছি। মৃতদেহ নিয়ে বিরোধীরা রাজনীতি করছে, ওদের করতে দিন। যাই হোক ছোট্ট বাচ্চা মারা গিয়েছে, এটা চোখে দেখা যাচ্ছে না। আমি বাবা-মায়ের সঙ্গে কষ্ট নিজের চোখে দেখেছি”।

এই ঘটনায় সকলেই শোকাহত। ইতিমধ্যেই কর্ণাটক সরকারের তরফে জানানো হয়েছে যে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়া হবে। সেইসঙ্গে আহতদের চিকিৎসাও করা হবে বিনা খরচে।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবার সন্ধেয় গড়িয়াহাটে আড্ডার আবহে প্রকাশিত হল কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন,...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version