Wednesday, November 5, 2025

বেঙ্গালুরুতে মর্মান্তিক ঘটনা, আরসিবির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মদন লালের

Date:

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) ভিকট্রি সেলিব্রেশনে ধুন্ধুমার। উৎসবের বলি ১১ জন। আর তাতেই এই ফ্র্যাঞ্চাইজির ওপর রেগে লাাল প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক মদন লাল(Madan Lal)। তাঁর মতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর গাফিলতির জন্যই এতগুলো মানুষ প্রাণ হারিয়েছেন। চ্যাম্পিয়ন হওয়ার পরই তাদের গ্র্যান্ড সেলিব্রেশনের এত তাড়াহুড়ো কেন করল তা নিয়েই প্রশ্ন তুলেছেন মদন লাল(Madan Lal)।

পঞ্জাব কিংসকে হারিয়ে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই থেকেই তাদের সেলিব্রেশন শুরু। আহমেদাবাদের মাঠ থেকে টিম হোটেল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবির মেতেছিল সেলিব্রেশনে। এরপরই ঘোষণা হয় যে বেঙ্গালুরুতে হতে হবে গ্র্যান্ড সেলিব্রেশন। সমস্ত সমর্থকদের আহ্বানও জানানো হয়। আর তাতেই বিপত্তি। আরসিবির সেলিব্রেশনে চূড়ান্ত বিশৃঙ্খলা। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে অগুন্তী মানুষের ভিড়।

সেখানেই শুরু ধস্তাধস্তি এবং তা সামাল দিতে পুলিশকেও নাকি লাঠি চার্জ করতে হয়। এরফলেই দেখা দেয় চূড়ান্ত বিশৃঙ্খলা। সেখানেই পদপিষ্ট হয়ে মারা যান ১১ জন। সেইসঙ্গে আহতও প্রায় ৩৩ জন। এমন ঘটনাতেই এবার নিন্দায় সরব হয়েছেন প্রাক্তন ক্রিকেটার মদন লাল। কেন সেলিব্রেশনের জন্য এত তাড়াহুড়ো। প্রশ্ন তুললেন এই প্রাক্তন ক্রিকেটার।

এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে মদন লাল জানিয়েছেন, “চ্যাম্পিয়ন হওয়ার পর আহমেদাবাদেই তো বিরাট সেলিব্রেশন করা হয়েছিল। তাহলে তার পরের দিনই বেঙ্গালুরুতে এমন একটা গ্র্যান্ড সেলিব্রেশন আয়োজনের জন্য তাড়াহুড়ো করার প্রয়োজন কেন পড়ল। কোনও কারণ ছাড়াই ১১টা প্রাণ চলে গেল”।

এই ঘটনার পরই শোক প্রকাশ করেছে ভারতের প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা। চলছে নানান আলোচনা। সোশ্যাল মিডিয়া জুড়ে সকলেই শোক প্রকাশ করেছেন। এমন ঘটনা যেন কিছুতেই মেনে নিতে পারছেন না কেউ।

Related articles

SIR-NRC আতঙ্কে আত্মহত্যা ভাঙড়ে, পরিবারের পাশে শওকত মোল্লা

ফের এসআইআর-এনআরসি(SIR-NRC) আতঙ্কে আত্মহত্যা। ভাঙড়ে(Bhangar) মৃতের সফিকুল গাজি(Safikul gazi)। বুধবার সকালে বাড়ি থেকে পাওয়া গিয়েছে তাঁর মৃতদেহ। কান্নায়...

কেন্টাকির লুইসভিলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা!

টেক অফের সময় বিপত্তি, ইউপিএস কার্গো বিমানে (UPS Cargo Flight) হঠাৎ বিস্ফোরণ! মুহূর্তের মধ্যে পুড়ে ছাই ম্যাকডোনেল ডগলাস...

SIR বিরোধিতায় ঠাকুরনগরে অনশন মতুয়া সম্প্রদায়ের একাংশের

এসআইআরের (SIR) কারণে এক কোটির বেশি মতুয়া সম্প্রদায় মুক্ত মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়বেন। বিজেপি ইচ্ছাকৃতভাবে চক্রান্ত...

হরমনপ্রীতের নয়া কীর্তি: ‘বাহুবলী কন্যার’ বাহুতে বিশ্বকাপ

দীর্ঘ অপেক্ষার অবসন ঘটিয়ে হরমনপ্রীত কৌরের(Harmanpreet Kaur )হাতে উঠেছে বিশ্বকাপ ট্রফি(ICC World Cup)। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সোনালী ফ্রেমে...
Exit mobile version