Sunday, November 16, 2025

বড় সাফল্য! ছত্তিশগড়ের জঙ্গলে খতম শীর্ষ মাওবাদী কমান্ডার সুধাকর

Date:

Share post:

বৃহস্পতিবার নিরাপত্তাবাহিনীর অভিযানে ছত্তিশগড়ের(Chattisgarh) বিজাপুর জেলায় অবশেষে নিকেশ মাওবাদী(Maoist) কমান্ডার তথা মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য সুধাকর(Sudhakar)। বহুদিন ধরেই শীর্ষস্তরের এই নকশাল নেতার খোঁজে চলছিল জোরদার তল্লাশি। এমনকী মাথার দাম রাখা হয়েছিল ৪০ লক্ষ টাকা। এদিন ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র এবং বিস্ফোরক। আজ, সকালে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা বিজাপুরে অভিযান চালায়। গোপন সূত্রে মাওবাদীদের(Maoist) লুকিয়ে থাকার খবর পেয়ে গোটা এলাকায় তল্লাশি শুরু হয়। বিপদ বুঝে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পালটা জবাব দেয় বাহিনী। বেশ কিছুক্ষন দু’পক্ষের গুলির লড়াই চলার পর মাওবাদী কমান্ডার সুধাকরের(Sudhakar) মৃত্যু হয়।

প্রসঙ্গত, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার পরিকল্পনা নিয়ে ছত্তিশগড়, ঝড়খণ্ডের মতো মাও অধ্যুষিত রাজ্যগুলিতে মাওবিরোধী অভিযান চলছে। ছত্তিশগড় তেলেঙ্গানা সীমানাবর্তী কারেগুট্টা পাহাড়ি এলাকা মাওবাদীদের অন্যতম শক্তঘাঁটি। তাই সেই জায়গায় অভিযান করতে প্রায় ৩ হাজার আধাসেনা নামানো হয়েছে। ২১ এপ্রিল থেকে ওই অঞ্চলে শুরু হয়েছে অভিযান। এখনও পর্যন্ত ৩১ জনের বেশি মাওবাদীকে হত্যা করা হয়েছে। বস্তার রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ পি সুন্দররাজ এই বিষয়ে জানিয়েছেন যে, গোপন সূত্রে কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম ওরফে সুধাকর, তেলেঙ্গানা রাজ্য কমিটির সদস্য, বান্দি প্রকাশ, দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটির সদস্য, পাপ্পা রাও এবং আরও কয়েকজন সশস্ত্র মাওবাদী ক্যাডারের উপস্থিতির ইঙ্গিত পাওয়া গিয়েছিল। এই তথ্যের ভিত্তিতে, স্পেশাল টাস্ক ফোর্সের যৌথ বাহিনী, জেলা রিজার্ভ গার্ড এবং কোবরা চালু করা হয়েছে।

spot_img

Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...