হাসফাঁস গরমে কাবু দক্ষিণবঙ্গে (South Bengal)। আর উত্তর যেন অন্য গোলার্ধ। ইউমেসামডং-এ তুষারপাত (Snowfall)। বরফের হালকা পরত পড়তেই এক জাদুকরী পরিবেশ সৃষ্টি হয়। রুক্ষ পর্বতশ্রেণী, সাধারণত যেখানে দেখা মেলে সবুজ গাছপালার, সেখানে সাদা বরফের চাদরে মোড়া অপূর্ব দৃশ্য মুগ্ধ করে পর্যটকদের।
তুলোর মতো হালকা তুষার কণা গোটা এলাকা ঢেকে ফেলে এক নির্জন, শান্ত পরিবেশে। স্থানীয় বাসিন্দারা জানান, গ্রীষ্মের মধ্যে এমন বরফপাত খুবই বিরল ঘটনা। বরফে (Snow) ঢেকে যায় তাদের ইয়াকের পাল। বরফে ঢাকা পথ দিয়ে হেঁটে চলা মানুষের পদচিহ্ন। গ্রীষ্মের তুষারপাতে এক স্বপ্নময় পরিবেশ। এই বিরল প্রাকৃতিক দৃশ্য উপভোগ করলেন ইউমেসামডং-এ থাকা পর্যটকরা।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–