Thursday, June 19, 2025

বুমরাহকে নিয়ে ধোঁয়াশা রেখেই ইংল্যান্ডের উদ্দেশে গম্ভীর

Date:

Share post:

জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah) ইংল্যান্ডের বিরুদ্ধে সবকটি টেস্ট ম্যাচে খেলবেন না। আর সেই কারণেই তাঁকে অধিনায়ক না করে শুভমন গিলকে(Shubman Gill) সেই দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah) কোন তিনটি টেস্ট ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবেন। সেই বিষয়ে ধোঁয়াশা রেখেই ইংল্যান্ডের উদ্দেশে রওনা দিলেন ভারতীয় দলের কোচ সহ বাকি ক্রিকেটাররা।

ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেওয়ার আগে সাংবাদিক সম্মেলনে বসেছিলেন কোচ গৌতম গম্ভীর(Gautam Gambhir) এবং অধিনায়ক শুভমন গিল। সেখানে যে জসপ্রীত বুমরাহকে নিয়ে প্রশ্ন উঠবে সেটাই স্বাভাবিক। বিশেষ করে কোন তিনটি ম্যাচে পাওয়া যাবে জসপ্রীত বুমরাকে। সেই প্রসঙ্গেই এবার মুখ খুললেন গম্ভীর। এই বিষয়ে এখনও পর্যন্ত জসপ্রীত বুমরার সঙ্গে কথাবার্তা হয়নি। তাঁর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত।

শুধুমাত্র তাই নয়, সিরিজের পরিস্থিতি বুঝেই যে সিদ্ধান্ত নেওয়া হবে তাও পরিস্কার করে দেন গৌতম গম্ভীর। সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, “কোন তিনটি ম্যাচে জসপ্রীত বুমরাহ খেলবেন সেই নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি আমাদের তরফে। তাঁর সঙ্গে আমরা আলোচনা করব এবং এই সিরিজের পরিস্থিতির ওপরও তা অনেকটা নির্ভর করছে। আসন্ন সিরিজের ফলাফলের ওপরই অনেক কিছু নির্ভর করছে, বিশেষ করে সিরিজটা কোন দিকে এগোচ্ছে সেটা দেখতে হবে”।

জসপ্রীত বুমরাহ বরাবরই ভারতীয় দলের সেরা ক্রিকেটার। কিন্তু তাঁর চোট প্রবনতা নিয়েই এখন সবচেয়ে বেশি চিন্তিত সকলে। হবে নাই বা কেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেই তো বড়সড় চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি। এবারের আইপিএল দিয়ে মাঠে ফিরেছেন। তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়েই সকলের ভাবনা। আর সেই কারণেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হলেও সবকটা ম্যাচে খেলবেন না জসপ্রীত বুমরাহ।

spot_img

Related articles

উইমেন্স কলেজ ক্যালকাটার উদ্যোগ: কলেজেই হাতে কলমে সাংবাদিকতা শেখার ইন্টার্নশিপ

কর্মক্ষেত্রে হাতে কলমে কাজ না করলে সাংবাদিকতা শেখা যায় না- এই কথা মানেন যে কোনও বর্ষীয়ান সাংবাদিক। আর...

সাহিত্য অকাদেমির ‘বাল সাহিত্য পুরস্কার’ পেলেন ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় 

বাংলা শিশু-কিশোর সাহিত্যের অন্যতম জনপ্রিয় নাম ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় এবার পেলেন সাহিত্য অকাদেমির ‘বাল সাহিত্য পুরস্কার’। তাঁর গল্প সংকলন...

শুক্রবার বিধানসভায় পেস হচ্ছে স্পোর্টস ইউনিভার্সিটি বিল

বাংলায় তৈরি হতে চলেছে স্পোর্টস ইউনিভার্সিটি। যা পরিচিত হবে নেতাজি সুভাষ ইউনিভার্সিটি নামে। বাংলা তো বটেই, গোটা দেশেও...

বাংলায় কথা বলা কি অপরাধ? শ্রমিকদের পুশব্যক ইস্যুতে সরব মুখ্যমন্ত্রী

বাংলায় কথা বললেই বাংলার শ্রমিকদের বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। বাংলায় কথা বলা কি অপরাধ? পরিযায়ী শ্রমিকদের পুশব্যকের ঘটনায়...