নবান্নের সামনে টোটোর ধাক্কায় প্রাণ হারালেন এক মহিলা সিভিক ভলেন্টিয়ার। শনিবার দুপুরে উপান্ন হলের কাছে রাস্তা পার হওয়ার সময় ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। মৃতার নাম নুপুর চট্টোপাধ্যায় (৪৮)। তিনি কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার হিসাবে কর্তব্যরত ছিলেন।
পুলিশ সূত্রে খবর, দুপুর দুটো নাগাদ যাত্রীবোঝাই এক বেপরোয়া টোটো নুপুর দেবীকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা মারে। ধাক্কায় ছিটকে পড়ে গিয়ে দেওয়ালে মাথা ঠুকে গুরুতর জখম হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি নার্সিংহোমে, কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কলকাতা ও হাওড়া পুলিশের মহলে। ঘটনার খবর পেয়ে হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী এবং কলকাতা পুলিশের একাধিক পদস্থ কর্তা ঘটনাস্থলে যান। ঘটনার পরপরই শিবপুর থানার পুলিশ চালক সহ টোটোতে থাকা পাঁচ যুবককে গ্রেফতার করেছে এবং বাজেয়াপ্ত করা হয়েছে টোটোটি। জানা গিয়েছে, নুপুর চট্টোপাধ্যায়ের বাড়ি হাওড়ার ডোমজুড়ে এলাকায়। নার্সিংহোমে খবর পেয়ে ছুটে আসেন তাঁর স্বামী। স্ত্রীর আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েন তিনি।

পুলিশ জানিয়েছে, টোটোটি অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল এবং নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা ঘটে। শিবপুর থানার পুলিশ ইতিমধ্যেই মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। নুপুর চট্টোপাধ্যায়ের এই দুর্ঘটনাজনিত মৃত্যু শহরের নিরাপত্তা ব্যবস্থার দিকেও বড় প্রশ্ন তুলে দিল বলে মনে করছেন অনেকেই। নিরাপত্তা বাহিনীর সদস্যরাই যখন এমন দুর্ঘটনার শিকার হন, তখন সাধারণ মানুষের নিরাপত্তা কতটা সুনিশ্চিত, উঠছে সেই প্রশ্ন।

আরও পড়ুন – মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা পাথেয়, কৃষিবিজ্ঞানী হতে চায় বাঘমুন্ডির বিক্রমজিত

_

_

_

_

_
_
_
_
_
_


