মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম স্বপ্নের প্রকল্প ‘স্বাস্থ্যসাথী’ উত্তর ২৪ পরগনা জেলায় নতুন মাইলফলকে পৌঁছল। রাজ্যের গরিব মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যে চালু হওয়া এই প্রকল্পে চলতি ২০২৪-২৫ অর্থবর্ষে শুধু উত্তর ২৪ পরগনাতেই ব্যয় হয়েছে প্রায় ২৫১ কোটি টাকা।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এই অর্থবর্ষে ২ লক্ষ ৩ হাজার রোগী স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় পরিষেবা পেয়েছেন। জেলায় উপভোক্তার মোট সংখ্যা প্রায় ১৫.৫ লক্ষ, যার মধ্যে ৫ লক্ষেরও বেশি মানুষ প্রকৃত অর্থে উপকৃত হয়েছেন। বিশেষভাবে উল্লেখযোগ্য, এই অর্থবর্ষেই নতুন করে ১৮ হাজারেরও বেশি মানুষ স্বাস্থ্যসাথীর কার্ডের জন্য আবেদন করেছেন ও পেয়েছেন সেই কার্ড। ফলে পরিষেবার পরিধি ও মানুষের নাগাল আরও প্রসারিত হয়েছে।

জেলা প্রশাসনের এক কর্তা জানান, “আমরা গর্বিত যে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প উত্তর ২৪ পরগনায় বাস্তব রূপ নিচ্ছে এবং হাজার হাজার মানুষ এর সুফল পাচ্ছেন। এই পরিষেবার মাধ্যমে স্বাস্থ্যব্যবস্থা অনেকটাই সাধারণ মানুষের নাগালে এসেছে।”

স্বাস্থ্যসাথীর এমন সাফল্যে খুশি চিকিৎসক মহল ও স্থানীয় মানুষ। অনেকের মতে, বিনামূল্যে উন্নতমানের চিকিৎসা পাওয়ার সুযোগ একদিকে যেমন স্বাস্থ্যগত নিরাপত্তা দিচ্ছে, তেমনই আর্থিক সুরক্ষাও এনে দিচ্ছে দরিদ্র পরিবারের কাছে।জেলা স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, আগামী দিনে স্বাস্থ্যসাথীর আওতা আরও বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার আরও বেশি মানুষ এই প্রকল্পের সুফল পান। রাজ্যের অন্যান্য জেলার তুলনায় উত্তর ২৪ পরগনার এই সাফল্য নিঃসন্দেহে রাজ্য সরকারের স্বাস্থ্য নীতির এক উজ্জ্বল উদাহরণ হিসেবে চিহ্নিত হচ্ছে।

আরও পড়ুন – নবান্নর সামনে টোটোর ধাক্কায় মৃত্যু সিভিক ভলেন্টিয়ারের, শোকের ছায়া পুলিশ মহলে

_

_

_

_

_
_
_
_
_
_


