অনুব্রত-বিতর্কের মধ্যেই বীরভূমের কোর কমিটির সদস্যদের কলকাতায় ডেকে পাঠালেন তৃণমূলের (TMC) রাজ্য সভাপতি সুব্রত বক্সি (Subrata Baksi)। ১৪ জুন রাজ্য তৃণমূল ভবনে ৯ সদস্যকে ডেকে পাঠিয়েছেন তিনি। এই কথা জানান কোর কমিটির সদস্য আশিস বন্দ্যোপাধ্যায় (Ashish Banerjee)। সেই কারণেই জেলা কোর কমিটির বৈঠক পিছিয়ে ২১ জুন করা হয়েছে।
গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূলের তৎকালীন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) জেলবন্দি হওয়ার পরে জেলা সংগঠনের কাজ দেখার জন্য ২০২২-এ কোর কমিটি গঠন করে দেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অনুব্রত ফেরার পরেও কোর কমিটিই কাজ চালাচ্ছিল। সম্প্রতি সাংগঠিক রদবদলের সময় বীরভূমের জেলা সভাপতির পদটাই রাখা হয়নি। সেই কোর কমিটিই সম্প্রসারণ করা হয়। কমিটিতে রয়েছেন অনুব্রত মণ্ডল, কাজল শেখ, আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিনহা, অভিজিৎ সিনহা, বিকাশ রায়চৌধুরী, সুদীপ্ত ঘোষ। এছাড়া দুই সাংসদ শতাব্দী রায় ও অসিত মাল কোর কমিটির আমন্ত্রিত সদস্য।

এর মধ্যেই বোলপুর থানার আইসি লিটন হালদারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে বিতর্কে জড়ান অনুব্রত (Anubrata Mondal)। দলের নির্দেশে ক্ষমাও চান। ভাইরাল অডিওর ভিত্তিতে অনুব্রতর বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। দুবার হাজিরা এড়িয়ে গত বৃহস্পতিবার বোলপুর এসডিপিও অফিসে হাজিরা দেন অনুব্রত। প্রায় ২ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে অভিযোগ। এর পরেই কোর কমিটির সদস্যদের কলকাতায় তলব করল রাজ্য তৃণমূল নেতৃত্ব। ওই দিন জেলা কোর কমিটির বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু রাজ্য নেতৃত্বের তলবের জন্য সেই বৈঠক পিছিয়ে ২১ জুন করা হয়েছে।
আরও খবর: টাকা খেয়ে তদন্ত চাপছে CBI! বিস্ফোরক অভয়ার মা-বাবা, ফাঁদে পা দিয়েছেন: মন্তব্য কুণালের

–

–

–

–

–

–

–
–
–
–
–

