Thursday, November 20, 2025

আইপিএলে যাত্রা শেষ হওয়ার পরই বিসিসিআইয়ের(BCCI) কাছে নিজের অনুরোধ রেখেছিলেন কেএল রাহুল(KL Rahul)। ভারতীয়-এ(India-A) দলের প্রস্তুতি ম্যাচে খেলতে চেয়েছিলেন তিনি। কারণ একটাই ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেকে পুরোপুরি তৈরি করতে চান তিনি। সেই কারণেই ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারতীয়-এ দলের হয়ে শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিলেন কেএল রাহুল(KL Rahul)। লাল বলের ক্রিকেটে ফিরেই সেঞ্চুরিও করে ফেলেছেন রাহুল।

এরপরই তাঁর ছোটবেলার কোচ কেএল রাহুলকে নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত। স্যামুয়েল জয়রাজের(Samuel Jayraj) মতে বরাবরই কেএল রাহুল(KL Rahul) বিভিন্ন পজিশনে নিজেকে খুব ভাল মানিয়ে নিতে পারেন। ওপেনিং থেকে উইকেট কিপিং সব জায়গাতেই কেএল রাহুল অত্যন্ত স্বচ্ছন্দ। সেইসঙ্গে স্চ্রাইক রোটেটেও বারবার দলকে বাঁচিয়েছেন কেএল রাহুল। ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে কেএল রাহুলকে আরও বেশি পরিণত হিসাবে পাওয়া যাবে তা বলতে কোনও দ্বিধা নেই তাঁর কোচের।

এবারের আইপিএলের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন কেএল রাহুল। সেখান থেকে লাল-বলের ফর্ম্যাটে গিয়েও রাহুলের পারফরম্যান্সের ধারা অব্যহত। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে নেমেই সেঞ্চুরি করেছেন কেএল রাহুল। সেই ম্যাচে ১১৬ রানের ইনিংস খেলেছিলেন কেএল রাহুল। এমনটা দেখার পরই কেএল রাহুলকে নিয়ে উচ্ছ্বসিত তাঁর ছোট বেলার কোচ।

এই প্রসঙ্গে স্যামুয়েল জয়রাজ জানিয়েছেন, “আমার মনে হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে কেএল রাহুলকে আরও বেশি পরিণত ক্রিকেটার হিসাবে পাওয়া যাবে”।

আগামী ২০ জুন ইংল্যান্ডেপ বিরুদ্ধে প্রথম টেস্টে নামবে ভারতীয় দল। তার প্রস্তুতিতে রবিবার থেকেই নেমে পড়েছেন শুভমন গিলরা। এই আন অফিশিয়াল দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পরই ভারতীয় শিবিরের সঙ্গে যোগ দেবেন কেএল রাহুল। এই সিরিজে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে রাহুলকে।

Related articles

মোদি-শাহর উপস্থিতিতে দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নীতীশের

দশমবারের জন্য বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার (Nitish Kumar)। পূর্ব নির্ধারিত সূচিমেনে বৃহস্পতিবার পাটনার গান্ধী...

রাজ্যপালের অধিকার নেই অনির্দিষ্টকালের জন্য বিল আটকে রাখার, সাফ জানালো সুপ্রিম কোর্ট

রাজ্যপালের কাছে দিনের পর দিন আটকে রয়েছে বিল, অথচ তিনি স্বাক্ষর করছেন না। যার ফল হিসেবে আইন প্রণয়নের...

পঞ্জাবের সরকারি হাসপাতালের পুরসভার ময়লার গাড়িতে বেওয়ারিশ দেহ! তীব্র চাঞ্চল্য

অমানবিক! করুন পরিস্থিতি সরকারি হাসপাতালের। পঞ্জাবের(Punjab) ফাগওয়াড়াতে পুরসভার(Phagwara Civil Hospital) আবর্জনা ফেলার গাড়িতে করে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া...

জয়েন্ট এন্ট্রান্স-এর সফল নার্সিং ও প্যারামেডিকেল পেশাজীবীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বাংলায় নতুন প্রজন্মের স্বাস্থ্যসেবার যোদ্ধারা প্রস্তুত! JEE-তে সফল প্রায় ১ লক্ষ ছাত্রছাত্রীর চলছে কাউন্সেলিং। ANM, GNM সহ বিভিন্ন...
Exit mobile version