পুজোর আগমনী বার্তা নিয়ে রবিবার অনুষ্ঠিত হল নপাড়া দাদাভাই সংঘের খুঁটিপুজো। এদিনের অনুষ্ঠানে পুজোর সূচনা লগ্নে উপস্থিত ছিলেন একঝাঁক বিশিষ্ট জন। পুজো প্রাঙ্গণ ছিল উৎসবমুখর, ঢাকের বোল আর উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল গোটা এলাকা।

খুঁটিপুজোর আয়োজনে হাজির ছিলেন সাংসদ অধ্যাপক সৌগত রায়, সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায়, বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কলকাতা পুরসভার বিধায়ক অতীন ঘোষ, জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য এবং পুজো কমিটির মুখ্য সংগঠক অঞ্জন পাল।

অনুষ্ঠান ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পুজোর প্রস্তুতির সূচনা এই খুঁটিপুজোর মধ্য দিয়ে হয়ে গেল বলেই জানালেন আয়োজকরা। প্যান্ডেল, আলোকসজ্জা থেকে প্রতিমা—সব ক্ষেত্রেই বরাবরের মতো নতুন চমক থাকবে বলেও জানান কমিটির সদস্যরা।

দাদাভাই সংঘের দুর্গাপুজো উত্তর কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো হিসেবে দীর্ঘদিন ধরেই সুনাম অর্জন করে আসছে। এ বছরের পুজোতেও চমক ও ভিড় উপচে পড়বে, এমনটাই আশা করছেন আয়োজকরা।

আরও পড়ুন – সোমবার থেকে শুরু বিধানসভার অধিবেশন, প্রথম দিন শোকপ্রস্তাবে মুলতুবি

_

_

_

_

_
_
_
_
_
_


