একদিকে সিএফএল প্রিমিয়ার লিগের প্রস্তুতি শুরু হয়েছে। অন্যদিকে জোরকদমে দলও গোছাচ্ছে ইস্টবেঙ্গল(Eastbengal)। বিদেশিদের পাশাপাশি দেশিয় ফুটবলারদের দিকেও বাড়তি নজর দিয়েছে লাল-হলুদ ব্রিগেড। আর সেখানেই আইলিগের একের পর এক ক্লাব থেকে ফুটবলার তুলে নিচ্ছে তারা। এবার রিয়্যাল কাশ্মীর থেকে লালরামসাঙ্গাকে(Lalramsanga) তুলে নিচ্ছে ইস্টবেঙ্গল(Eastbengal)।
শোনা যাচ্ছে কথাবার্তা অনেকটাই হয়ে গিয়েছে। এখন শুধুই নাকি সই করানোর অপেক্ষা। গতবারের আইএসএলে রক্ষণে ইস্টবেঙ্গলের বিদেশিদের পাশাপাশি দেশীয় ব্রিগেডও তেমন শক্তিশালী ছিল না। এই মরসুমের আগে সেদিকেই বাড়তি নজর লাল-হলুদ ম্যানেজমেন্টের। এবারের আইলিগে যেসব দেশীয় ফুটবলাররা নজর কেড়েছিলেন তাদের মধ্যে লালরামসাঙ্গা(Lalramsanga) ছিলেন অন্যতম। তাঁকেই দলে নিচ্ছে লাল-হলুদ ব্রিগেড।
রিয়্যাল কাশ্মীরের হয়ে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিল লালরামসাঙ্গা। গত মরসুমে আইজল এফসি থেকে রিয়্যাল কাশ্মীরের যোগ দিয়েছিলেন লালসামরাঙ্গা। তাদের হয়ে একটি বাদ দিয়ে সবকটা ম্যাচেই খেলেছিলেন লালসামরাঙ্গা। তিনি ডিফেন্সিভ মিড ফিল্ড পজিশনের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ড পজিশনেও খেলতে পারেন। সব দিক বিচার করেই এই ফুটবলারকে নিচ্ছে লাল-হলুদ ম্যানেজমেন্ট।
একইসঙ্গে রাজস্থান ইউনাইটেডের দীর্ঘদেহী ডিফেন্ডার মার্তণ্ড রায়নাকেও নেওয়ার পথে ইস্টবেঙ্গল। আইলিগের মঞ্চে ২১টি ম্যাচ খেলেছেন তিনি। সেখানে প্রতিপক্ষ স্ট্রাইকারকে আটকানোর পাশাপাশি ৪টি গোলও রয়েছে এই তরুণ ফুটবলারের। এই দুই ফুটবলারকে আগামী মরসুমে লাল-হলুদ জার্সিতে দেখা গেলে একেবারেই অবাক হওয়ার মতো কিছু থাকবে না।
–
–
–
–
–
–
–
–
–
–
–
