Tuesday, November 18, 2025

ফের বারাকপুরে পুলিশ কমিশনার বদল! দায়িত্বে মুরলীধর, নয়া সিআইজি-সিআইডি

Date:

চার মাসের মধ্যেই ফের বারাকপুরে পুলিশ কমিশনার (Barrackpore Police commissioner) পদে বদল। সোমবার সরকারি নির্দেশিকা অনুযায়ী, এবার কমিশনার হলেন কলকাতা পুলিশের প্রাক্তন গোয়েন্দাপ্রধান মুরলীধর শর্মা। মুরলীধর শর্মা (Muralidhar Sharma) এতদিন বারাকপুরের ট্রেনিং সেন্টারে ছিলেন। অন্যদিকে ব্যারাকপুরের সিপি অজয় ঠাকুরকে এবার ডিআইজি সিআইডি করা হল।

গত বছর মুরলীধর শর্মাকে লালবাজারের গোয়েন্দা প্রধানের পদ থেকে সরিয়ে ট্রেনিং সেন্টারের দায়িত্ব দেওয়া হয়। ফেরুয়ারিতে বদলি করা হয়েছিল বারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার (Barrackpore Police commissioner) অলোক রাজোরিয়াকে। ১ ফেব্রুয়ারি নির্দেশিকা জারি করে দায়িত্ব দেওয়া হয় অজয় ঠাকুরকে। সেই সময়ে অজয় ঠাকুর রাজ্য কারা দফতরের ডিআইজি পদে ছিলেন। অন্যদিকে বিদায়ী বারাকপুর পুলিশ কমিশনারকে পাঠানো হয়েছিল রাজ্য পুলিশের ডিআইজি (ট্রাফিক) পদে। অজয়কুমার ঠাকুরের আগে বারাকপুরের পুলিশ কমিশনার পদে ছিলেন আইপিএস মনোজ ভার্মা। বর্তমানে তিনি কলকাতা পুলিশ কমিশনার। অন্যদিকে বারাকপুরের সিপি অজয় ঠাকুরকে এবার ডিআইজি সিআইডি করা হল।

এদিনই সচিবস্তরেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বদল ঘোষণা করা হয়েছে। খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের সচিব স্মারকি মহাপাত্রকে ‘ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ অ্যান্ড ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট’-এর অধিকর্তা করা হয়েছে। এই পদে আগে ছিলেন পি. মোহনগান্ধী। তাঁকে পশ্চিমবঙ্গ খনিজ উন্নয়ন ও বাণিজ্যিক নিগমের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর করা হয়েছে। পাশাপাশি তিনি শিল্প দফতরের বিভাগীয় সচিবের দায়িত্বও সামলাবেন। কমার্শিয়াল ট্যাক্স দফতরের কমিশনার দেবীপ্রসাদ কারানাম অর্থ দপ্তরের নতুন বিভাগীয় সচিব হয়েছেন। তাঁর জায়গায় কৃষি দপ্তরের সিনিয়র স্পেশ্যাল সেক্রেটারি উমা শঙ্কর নতুন কমার্শিয়াল ট্যাক্স কমিশনার হয়েছেন। পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরিকে দিঘার জগন্নাথ ধাম ট্রাস্টের সিইও করা হয়েছে। এটি অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি পালন করবেন।

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version