মোহনবাগানের নতুন সচিব সৃঞ্জয় বোস। সোমবার অর্থাৎ ৯ জুন ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। সেদিনই সচিবের পদে একমাত্র মনোনয়ন জমা দিলেন সৃঞ্জয় বোস (Srinjoy Bose)। বিকেল ৫ টা পর্যন্ত ছিল শেষ সময়। সেই সময় একমাত্র মনোনয়ন জমা দেন সৃঞ্জয় বোস। দেবাশিস দত্ত (Debashis Dutta) শেষমুহূর্তে মনোনয়ন (nomination) না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এতেই কার্যত নতুন সচিবের পদে সৃঞ্জয় বোস (Srinjoy Bose)।
মোহনবাগানের নির্বাচন ঘিরে এবার উত্তাপের মাত্রা ছিল তুঙ্গে। দুই পক্ষই নেমে পড়েছিল নির্বাচনী প্রচারে। শেষমেষ দুই পক্ষের মধ্যে কথা বার্তার মধ্যেই নতুন রাস্তা বেরোয়। নির্বাচনের পথ থেকে সরে আসে দুই পক্ষই। নিজেদের মধ্যে বোঝাপড়া করেই নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত। দুই পক্ষের নানান আলোচনার পরই নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।
সেখানেই সবুজ – মেরুন ক্লাবের নতুন সচিব সৃঞ্জয় বোস।
–
–
–
–
–
–
–
–
–
–
–
